Russia Plane Crash (Photo Credit: Twitter)

মস্কো, ১৮ অক্টোবর:  সোমবার রাশিয়ার (Russia) ইয়েসকে ( Yeysk) বিমান ভেঙে পড়তেই তা নিয়ে তোলপাড় শুরু হয়। ইয়েসকের যে বহুতলে বিমানটি ভেঙে পড়ে, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। সেই সঙ্গে উড়তে শুরু করে কালো ধোঁয়া। রাশিয়ার ইয়েসকে কীভাবে সেনা বাহিনীর বিমান ভেঙে পড়ে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ইয়েসকে বিমান দুর্ঘটনার পরপরই ১৩ জনের মৃত্যু হয়। যার মধ্যে রয়েছে ৩ শিশু। রিপোর্টে প্রকাশ, ইয়েসকে বিমান ভেঙে পড়তেই সেখানে উদ্ধারকারী দল পৌঁছে যায়। এরপর ওই বহুতলের ছাদের আগুন নিভিয়ে, সেখানে শুরু হয় উদ্ধার কাজ। ইয়েসকের ওই বাড়ির ছাদ থেকে ধ্বংসস্তূপ সরিয়ে পরপর ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: US Plane Crash Video: বাড়ির ছাদে ভেঙে পড়ল বিমান, নিহত ২, দেখুন ভিডিয়ো

রুশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইয়েসকের বাড়িতে সেনা বিমান ভেঙে পড়ায় ১৩ জনের মৃত্যুর পাশাপাশি ১৯ জন আহত হন। সেই সঙ্গে ওই বহুতল থেকে ৩৬০ জনকে জরুরি ভিত্তিতে সরানো হয়।

 

সেনা বিমানের ইঞ্জিনে গোলযোগ থাকাতেই সেটি ইয়েসকের বহুতলে আচমকা ভেঙে পড়ে। গোটা বিষয়টির তদন্ত যাতে শিগগিরই করা যায়, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।