টোকিও, ২৬ ফেব্রুয়ারি: জাপানের বিভিন্ন জায়গায় ভেন্ডিং মেশিনের মাধ্যমে চলছে তিমির মাংস বিক্রি। ভেন্ডিং মেশিনে টাকা দিলেই পছন্দ মত বেরিয়ে আসছে তিমির মাংসের নানারকম পদ। মানুষ লাইন দিয়ে কিনছে সেই মাংস। অনেকেই বলছেন, তিমির মাংস এত সুস্বাদু, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দামও সাধ্যের মধ্যে হওয়ায়, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর মাংস হাত চেটে খাচ্ছে জাপানীরা।
দুনিয়া জুড়ে তিমির সংখ্যা মারাত্মক হারে কমছে। নারকীয় কায়দায় তিমি নিধনের পর গোটা সমুদ্র রক্তে লাল হওয়া ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় বয়ে যায়। আরও পড়ুন-বাড়িতে বিয়ের তোড়জোড়, হলুদের অনুষ্ঠানের মাঝে মৃত্যু ব্যক্তির
তিমির শিকার বন্ধ করতে বড় আন্দোলন চলছে দুনিয়া জুড়ে। তারই মাঝে জাপানে এভাবে প্রকাশ্যে তিমির মাংস বিক্রি হওয়ায় আন্দোলন শুরু হয়েছে।
দেখুন ভিডিয়ো
This whaling company in Japan has opened vending machines that serve whale meat, despite criticism from anti-whaling groups 🐋 pic.twitter.com/s4zBdfGRC2
— Al Jazeera English (@AJEnglish) February 26, 2023
যে কোম্পানি এই কাজ করেছে, তাদের বক্তব্য তিমির মাংস জাপানীদের খুবই পছন্দের। তারা শুধু দেশবাসীকে ভাল খাবার তুলে দিচ্ছে। মানুষ যাতে সহজেই তিমির মাংস পেতে পারে তাই ভেন্ডিং মেশিনের ব্যবস্থা করা হয়েছে বলে সেই সংস্থা জানায়।