করোনাভাইরাস (Photo Credits: IANS)

ওয়াশিংটন, ১৫ জুলাই: বুধবার আমেরিকার জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুযায়ী বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা (Global COVID-19 Cases) ১ কোটি ৩২ লক্ষ ছাড়িয়ে গেল। এই মুহূর্তে বিশ্বে মোট করোনা আক্রান্ত ১ কোটি ৩২ লক্ষ ৮৪ হাজার ২৯২ জন। যেখানে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৭৭ হাজার ৮৪৩। বিশ্বের মধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা আমেরিকায়। সেখানে মোট করোনা রোগী ৩৪ লক্ষ ২৮ হাজার ৫৫৩ জন। এখনও পর্যন্ত মারণ ভাইরাসে প্রাণ গিয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৪৪০ জনের। ১৯ লক্ষ ২৬ হাজার ৮২৪ জন সংক্রামিত নিয়ে বিশ্বের দ্বিতীয় করোনা বিধ্বস্ত দেশটি হল ব্রাজিল। সেখানে করোনার মৃত্যু মিছিলে শামিল ৭৪ হাজার ১৩৩ জন।

করোনা আক্রান্তের নিরিখে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে ভারত। এখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৩৬ হাজার ১৮১। চতুর্থ স্থানে থাকা রাশিয়ায় মোট আক্রান্ত ৭ লক্ষ ৩৮ হাজার ৭৮৭ জন। পেরুতে ৩ লক্ষ ৩৩ হাজার ৮৬৭ জন করোনা আক্রান্ত। চিলিতে ৩ লক্ষ ১৯ হাজার ৪৯৩ জন কোভিডে সংক্রামিত। মেক্সিকোতে ৩ লক্ষ ১১ হাজার ৪৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত। দক্ষিণ আফ্রিকায় করোনার গ্রাসে ২ লক্ষ ৯৮ হাজার ২৯২ জন। ইংল্যান্ডে ২ লক্ষ ৯২ হাজার ৯৩১ জন করোনার শিকার। ২ লক্ষ ৬২ হাজার ১৭৩ জন করোনা আক্রান্ত রয়েছেন ইরানে। স্পেনে করোনা আক্রান্ত ২ লক্ষ ৫৬ হাজার ৬১৯ জন। পাকিস্তানে করোনা আক্রান্ত ২ লক্ষ ৫৩ হাজার ৬০৪ জন। ইটালিতে ২ লক্ষ ৪৩ হাজার ৩৪৪ জন করোনায় আক্রান্ত। সৌদি আরবে ২ লক্ষ ৩৭ হাজার ৮০৩ জনের শরীরে রয়েছে মারণ ভাইরাস। আরও পড়ুন-Sachin Pilot: ‘দল ছাড়ছি না, বিজেপির সঙ্গে নাম জড়িয়ে আমায় অপদস্থ করা হচ্ছে’ বললেন শচিন পাইলট

তুরস্কে ২ লক্ষ ১৪ হাজার ৯৯৩ জন করোনা রোগী। এদিকে একদিনে সর্বাধিক আক্রান্ত (Coronavirus Cases) ২৯ হাজার ৪২৯ জন। ধীরে ধীরে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখের কোঠা ছুঁই ছুঁই। এখনও পর্যন্ত মৃত্যু মিছিলে শামিল হয়েছেন ২৪ হাজার ৩০৯ জন। বুধবার স্বাস্থ্যমন্ত্রকের তথ্যানুযায়ী ভারতে মোট করোনা রোগীর সংখ্যা এখন ৯ লক্ষ ৩৬ হাজার ১৮১। এর মধ্যে ৩ লক্ষ ১৯ হাজার ৮৪০ জন সংক্রামিত। অন্যদিকে প্রায় ৬ লাখ রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাকে রুখে দিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৫৭২ জন। আগে যেখানে সুস্থতার তালিকায় ছিলেন ৫ লক্ষ ৭১ হাজার ৪৫৯ জন। সেই সংখ্যাটি এখন ৫ লক্ষ ৯২ হাজার ৩১ জন।