জো বাইডেনের পর এবার ঋষি সুনক। আমেরিকার পর এবার ব্রিটেনও সম্প্রতি গাজা হাসপাতালে হওয়া ভয়াবহ বিস্ফোরণের পিছনে ইজরায়েলর ভূমিকা নেই বলে ঘোষণা করল। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক জানালেন, সম্প্রতি গাজার হাসপাতালে যে বিস্ফোরণ হল তা মিসাইল আক্রমণ। আর সেই মিসাইল গাজার মধ্যে থেকেই করা হয়। টেকনিক্যাল ভুলে গাজা থেকে ইজরায়েলের দিকে ছোড়া মিসাইল গাজার হাসপাতালেই আছড়ে পড়ে। এমন কথা স্পষ্ট হয়েছে বলে ঋষি সুনক জানান। গাজার হাসপাতালে বিস্ফোরণের পর তাদের দিকে গোটা বিশ্ব আঙুল তোলার পর ইজরায়েলও ঠিক একই কথা বলেছিল।
ইজরায়েলের দিকে পুরোপুরি সমর্থনের হাত বাড়িয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে গাজায় ত্রান পাঠাচ্ছে ব্রিটেন। পুতিন ও হামাস একসঙ্গে শেষ হবে বলে আশাপ্রকাশ করলেন সুনক।
দেখুন ভিডিয়ো
The Prime Minister says the UK government believes that an explosion at a Gaza hospital "was likely caused by a missile, or part of one, that was launched from within Gaza towards Israel".https://t.co/UyZUj3K3qy
📺 Sky 501, Virgin 602, Freeview 233 and YouTube pic.twitter.com/N9nR7SoFsI
— Sky News (@SkyNews) October 23, 2023
এদিকে, ৭ অক্টোবরের হামলার পর এই প্রথম সরকারীভাবে নিশ্চিত তথ্য দিয়ে ইজরায়েল জানাল, তাদের দেশে হামলা চালিয়ে মোট ২২২ জনকে অপহরণ করেছে হামাস। সোমবার ইজরায়েল সেনা বাহিনীর তরফে প্রকাশ করা হয় এই তথ্য। IDF-এর দাবি, গত ৭ অক্টোবর হামাস যখন ইজরায়েলে হামলা চালায়, সেই সময় ২২২ জনকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতদের না ছাড়লে, কোনওভাবে গাজায় হামলা বন্ধ হবে না বলে ইতিমধ্যেই স্পষ্ট জানিয়েছে ইজরায়েল।