যুদ্ধপরাধের অভিযোগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)র বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করতে চলেছে আন্তর্জাতিক অপরাধী আদালত (The International Criminal Court)। গাজায় হাজারে হাজারে নিরাপরাধ সাধারণ মানুষ, মহিলা, শিশু, সদ্যোজাতদের হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধী আদালতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ ইজরায়েলের পদস্থ বেশ কয়েকজন শীর্ষ কর্তাদের অভিযুক্ত করতে চলেছে। আগামী সপ্তাহের শেষের দিকে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তি হিসেবে দেখা মাত্র গ্রেফতারের নির্দেশ দেওয়া হবে। ইজরায়েলের বিরুদ্ধে অভিযোগে জঙ্গি দমনের নাম করে গাজা ও প্যালেস্টাইনের মানুষদের ওপর হত্যালীলা চালিয়ে প্রতিশোধ নেওয়ার। প্যালেস্টাইনের দাবি, ইজরায়েলের হামলায় তাদের দেশে ৬০ হাজারের বেশী মানুষ মারা গিয়েছেন। গণকবর দেওয়ার জায়গারও এখন অভাব হচ্ছে।
ইজরায়েলের বিরুদ্ধে এই মামলা সবার আগে তুলেছিল দক্ষিণ আফ্রিকা। ইরান, লেবানন, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ, লাতিন আমেরিকার কিছু দেশ ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধপরাধ মামলা করে আন্তর্জাতিক অপরাধী আদালত বা ইন্টারন্যশানল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)-এ।
দেখুন খবরটি
BREAKING:
The International Criminal Court will issue arrest warrants for Netanyahu and other Israeli officials this week, reports say. pic.twitter.com/bx4ojlprt9
— Globe Eye News (@GlobeEyeNews) April 28, 2024
ইউক্রেনে হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধপরাধীর অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এই কারণে পুতিন বিদেশ সফরে যাওয়ার আগে বেশ কিছু জিনিস বিবেচনা করেন। আন্তর্জাতিক আদালতে গ্রেফতারি পরোয়ানা থাকলে বন্ধু বা সহযোগী দেশের বাইরে কোথাও সফর গেলে গ্রেফতার হওয়ার আশঙ্কা থাকে।