বিগত কয়েকদিন ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার চলছে, তার প্রতিবাদে এদেশে বিক্ষোভ দেখাচ্ছেন বহু মানুষ। বিশেষ করে গত বৃহস্পতিবার এই নিয়ে একটি হিন্দু সংগঠনের প্রতিবাদ মিছিল হল শিয়ালদহ থেকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের (Deputy High Commission of Bangladesh) উদ্দেশ্যে। মাঝপথে বেকবাগানে তাঁদের ব্যারিকেড দিয়ে আটকায় পুলিশ। সেই নিয়ে বিক্ষোভ চরমে পৌঁছায়। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেখানোর জন্য কুশপুতুলও পোড়ানো হয়। এবার এই ঘটনায় প্রতিবাদে তীব্র নিন্দা করে বাংলাদেশ সরকার।
শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় যে বাংলাদেশ হাই কমিশনের সামনে বাংলাদেশের পতাকাকে অপবিত্র করা হয়েছে। বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কুশপুতুল পোড়ানোর মতো জঘন্য কাজের জন্য তীব্র নিন্দা করা হচ্ছে। প্রসঙ্গত, সম্প্রতি ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) গ্রেফতারির প্রতিবাদের পর থেকে ভারতে এই নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। এমনকী বিদেশেও এর প্রতিবাদে বিক্ষোভ চালাচ্ছেন অনেকে।