China The Huajiang Bridge: আর কদিন পরেই চিনে উদ্বোধন হতে চলেছে বিশ্বের উচ্চতম ব্রিজের। চিনের গুইঝো প্রদেশের ঝেনপেং অঞ্চলে বেইপান নদীর উপর তৈরি হওয়া ব্রিজটি মাটি থেকে ৬২৫ মিটার বা ২ হাজার ৫১ মিটার উঁচুতে অবস্থিত। বিশ্বের উচ্চতম এই ব্রিজটির নাম 'হুয়াজিয়াং ক্যানিয়ন ব্রিজ'। প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি উঁচুতে তৈরি হওয়া চিনের স্টিল ট্রাস সাসপেনশন ব্রিজটিকে দুনিয়ার বিষ্ময় বলা যায়। 'হুয়াজিয়াং ক্যানিয়ন ব্রিজ'-টি ভাঙতে চলেছে এখন বিশ্বের উচ্চতম ব্রিজের তকমা থাকা ফ্রান্সের মিলাউ ভিয়াডাক্টের রেকর্ড। মিলাউ ভিয়াডাক্ট ব্রিজের চেয়ে ৯৪৭ ফুট উঁচুতে অবস্থিত চিনের এই ব্রিজটি। এই ব্রিজটি শ্যানতু-কুনমিং এক্সপ্রেসওয়ের অংশ, যা চীনের দক্ষিণ-পূর্ব উপকূলকে ইউনানের রাজধানীর সঙ্গে যুক্ত করবে।
২০২২ সালের ১৮ জানুয়ারি থেকে চিন পাহাড় ফাটিয়ে ইউনান মালভূমি ও ইয়াংজ্টি ভ্যালির সংযোগস্থলে ব্রিজটি তৈরির কাজ শুরু করেছিল। চলতি বছর ৩০ জুন হুয়াজিয়াং গিরিখাতের ওপর তৈরি হওয়া ব্রিজটি তৈরির কাজ শেষ হয়। ব্রিজটি ২ হাজার ৮৯০ মিটার বা ৯ হাজার ৪৮২ ফুট বিস্তৃত। তৈরি করতে খরচ হল ২৮৩ মিলিয়ন মার্কিন ডলার। এই ব্রিজটি তৈরির ফলে লিউঝি ও অ্যানলংয়ের মধ্যে ৭০ মিনিটের দীর্ঘ সফরটি মাত্র ১ মিনিটেই শেষ হয়ে যাবে। এটি তৈরি করতে ২২ হাজার মেট্রিক টন ইস্পাত লাগল, যা আইফেল টাওয়ার তৈরিতে ব্যবহার হওয়া মোট ইস্পাতের প্রায় তিনগুণ।
চিনের উচ্চতম ব্রিজ-'হুয়াজিয়াং ক্যানিয়ন ব্রিজ'
The Huajiang Bridge, set to open this year in China and recognized as the world's highest bridge:
— Tansu Yegen (@TansuYegen) August 5, 2025
আধুনিক প্রযুক্তিতে তৈরি চিনের এই ব্রিজটি এমনভাবে তৈরি করা হয়েছে যাত ১,১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে – এমনকি তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণেও কোনও প্রভাব পড়বে না এর ওপর। ৯ মাত্রার ভূমিকম্পেও বড় কোনও প্রভাব পড়বে না ব্রিজটির ওপর। বিশ্বের পর্যটকদের আকর্ষণের জন্য ব্রিজটিতে গাড়ি চলাচালের পাশাপাশি থাকছে কাঁচের হাঁটার পথ (glass walkway), ভিজিটর সেন্টার এবং বিশ্বের সর্বোচ্চ বানজি জাম্পিং স্পট (২,০৫১ ফুট উঁচু থেকে ঝাঁপ)। গোল্ডেন গেট ব্রিজের অনুকরণে সেতুর টাওয়ারগুলির সংযোগে ব্যবহৃত হয়েছে আর্ট ডেকো স্টাইল। প্রসঙ্গত, বিশ্বের ২০টি সবচেয়ে উঁচু সেতুরগুলির মধ্যে ১৮টি-ই চিনের গুইঝো প্রদেশে রয়েছে।