আজ, সোমবার ইজরায়েল-হামাসের মধ্যে চলা সংঘর্ষবিরতি বা যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা। কিন্তু ইজরায়েলের প্রস্তাব মেনে নেওয়ায় গাজা-প্যালেস্টাইনকে আরও দুটি দিন রেহাই দিতে রাজি হল হামাস। আগামী দু'দিনে ইজরায়েলের আরও কুড়ি জন পণবন্দিকে মুক্তি দেবে হামাস। তাই মঙ্গল এবং বুধবারও গাজা বা প্যালেস্টাইনে আক্রমণ করবে না ইজরায়েল। হামাসও তেল আভিভে রকেট ছুড়বে না। যুদ্ধবিরতির পাশাপাশি ইজরায়েলে বন্দি ৪০ জন প্য়ালেস্টাইনের স্বাধীনতা সংগ্রমী/জঙ্গিদের ছাড়তে হচ্ছে বেঞ্জামিন নেতানেয়াহুর দেশকে।

এরপরেও ১৩০ জনের মত ইজরায়েলি বন্দি হামাসের কব্জায় থাকবে। গত ৭ অক্টোবর সীমান্ত টপকে তাদের অপহরণ করে গাজায় নিয়ে গিয়েছিল হামাস জঙ্গিরা। তাদের ছাড়াতেই গত ৪৮ দিন ধরে গাজায় ক্রমাগত বোমা বর্ষণ করে গিয়েছে ইজরায়েলের সেনা। যুদ্ধবিরতি শেষ হলে হামাসের ওপর চাপ আরও বাড়বে। এখন তাদের সামনে ইজরায়েলের পণবন্দিদের ছেড়ে দেওয়া ছাড়া উপায় আছে কি না সেটাই দেখার।

দেখুন এক্স

গত শুক্রবার থেকে যুদ্ধ-সংঘর্ষ বিরতি শুরু হয়েছে ইজরায়েল ও হামাসের মধ্য়ে। গত চারদিন ধরে গাজায় যেমন বোমা পড়ছে না, তেমনই রাফা সীমান্ত দিয়ে গাজায় আসছে খাবার-ওষুধ, জ্বালানী তেল। ৪৮ দিন ধরে গাজায় শুধু বোমের ওপর বোম পড়ে সব ধ্বংস হয়ে যাচ্ছে। সীমান্ত সিল করে রাখায় অবরুদ্ধ গাজায় পানীয় জল, তেল, খাবার কিছুই নেই।