গত ৭ অক্টোবর, সীমান্ত টপকে দক্ষিণ ইজরায়েলে ঢুকে পড়ে তাণ্ডবলীলা চালিয়েছিল হামাস জঙ্গিরা। ইজরায়েলের রাস্তায়, সাধারণ মানুষদের বাড়িতে হামাসের জঙ্গিদের মারণখেলা দেখে আঁতকে উঠেছিল জঙ্গিরা। বেশ কিছু ভিডিয়োতে দেখা গিয়েছিল, সাধারণ মানুষদের দিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে হামাস জঙ্গিরা। কয়েকটি ভিডিয়োতে দেখা যাচ্ছিল, মহিলা, শিশুদের অমানিবকভাবে মারতে মারতে গাড়িতে তুলে অপহরণ করে গাজায় নিয়ে যাচ্ছে জঙ্গিরা।
সেই দিনের কথা মনে করে আজও ঘুমোতে পারেন না বলে জানালেন ৯৪ বছরের ইজরায়েলি বৃদ্ধা। তিনি জানালেন, হামাসের জঙ্গিরা কোনও মানুষ নয়, পশু। ওরা আমার চোখের সামনে আমার নাতনিকে ধর্ষণ করল। আমাকেও খুব জোরে মারল। আজও সেইসব কথা মনে পড়লে আঁতকে উঠি। শেষ বয়েসে এমন একটা দিন আসবে ভাবতে পারিনি। ভগবান ওদের কঠিন শাস্তি দেবে আমি নিশ্চিত।
দেখুন সেই বৃদ্ধার বক্তব্যের ভিডিয়ো
The 94-year-old Israeli woman expresses her distress, stating her desire for the haunting memories of her granddaughter being raped and murdered by Hamas terrorists to cease.#CeasefireForGazaNOW#GazaGenocide#Genocide_in_Gaza #GOAT𓃵 #INDvsSA #Palestine pic.twitter.com/w3ov3M9XQd
— know the Unknown (@imurpartha) November 5, 2023
এদিকে, এবার ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে মুখ খুললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি জানান, ইজরায়েল-প্যালেস্টাইনের মধ্যে দীর্ঘদিনের সমস্যা। এটা এমন একটা সমস্যা যা দ্বন্দ্ব ডেকে আনার পরিস্থিতি তৈরি করে। সোশ্যাল মিডিয়াকে বিভিন্ন ভাবে হিংসা ছাড়ানোর জন্য দায়ি করেন ওবামা।
জো বাইডেনের পথে না হেঁটে ওবামা শুধু ইজরায়েলের ওপর আক্রমণের নিন্দাই করেননি, পাশাপাশি প্যালেস্টাইন-গাজায় সাধারণ মানুষের কষ্টের বিষয়টিও জানান তিনি। ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে ওবামার ভারসাম্য মন্তব্য বেশ তাতপর্যের। কারণ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন পুরোপুরি ইজরায়েলের দিকে ঝুঁকে।
একটি সাক্ষাৎকারের ওবামা বললেন "হামাস যা করেছে সেটা ভয়ঙ্কর। কোনভাবেই বিচার্য নয়। তবে এটাও সত্যি যে দখলদারির যে বিষয় হয়ে চলেছে প্যালেস্টাইনে সেটিও গ্রহনযোগ্য নয়। "