Thai Lion Air Flight (Photo Credits: X)

মাঝ আকাশে আচমকা বন্ধ হয়ে গেল বিমানের এসি। এর কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারালেন বিমানের এক যাত্রী। ব্যাংকক (Bangkok) থেকে আহমেদাবাদগামী থাই লায়ন এয়ারের বিমান (Thai Lion Air Flight) উড়ানের কিছুক্ষণের মধ্যে যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। কোনরকম ঝুঁকি না নিয়ে পাইলট উড়ানের অভিমুখ ঘুরিয়ে ব্যাংককে ফিরিয়ে আনেন ফ্লাইটটি।

আহমেদাবাদ (Ahmedabad) থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও মানুষের মনে দগদগ করছে। উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি ধসে পড়েছিল। সেই বিমান দুর্ঘটনায় বহু প্রাণ গিয়েছে। তাই থাই লায়ন এয়ারের SL-২১২ বিমানটিতে উড়ানের কিছুক্ষণের মধ্যে এসি বন্ধ হয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। থাইল্যান্ডে স্বল্পমূল্যে পরিচালিত ফ্লাইটটি রাত ১০টা ৩ মিনিট মিনিট নাগাদ ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর (DMK) থেকে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের (AMD) উদ্দেশে রওনা দেয়। উড়ানে প্রায় ১৪০ জন যাত্রী ছিলেন।

সূত্রের খবর, উড়ানের পরপরই বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। যার ফলে বিমানের এসি সিস্টেম বন্ধ হয়ে যায়। গরম এবং আতঙ্কের জেরে একাধিক যাত্রী মাথা ঘোরা অনুভব করতে শুরু করেন। এসি বন্ধ হয়ে যাওয়ার কয়েক মুহূর্ত পরেই একজন মহিলা যাত্রী অজ্ঞান হয়ে পড়েন। এরপরেই বিমানের গতিপথ ঘুরিয়ে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরেই ফিরিয়ে আনা হয়। সুরক্ষিত রয়েছেন সকল যাত্রী। যাত্রীদের যাত্রা সম্পন্ন করার জন্যে বিকল্প উড়ানের ব্যবস্থা করে থাই লায়ন এয়ার।