Jail, Representational Image (Photo Credit: IANS)

টেক্সাস, ১৮ অক্টোবর: Shaken Baby Syndrome Cse: নিজের কন্য়া সন্তানকে নির্যাতনের পর খুন কাণ্ডে রবার্ট প্যাটিনসনের মৃত্যুদণ্ডের সাজা রদ করল মার্কিন যুক্তরাষ্ট্রে টেক্সাসের আদালত। আজ, শুক্রবারই তার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল। তার মেয়ের মৃত্যু নিউমোনিয়ায় হয়েছিল বলে দাবি, প্যাটিনসনের আইনজীবী নতুন করে আদালতে নথি জমি করার পর, তার মৃত্যুদণ্ডের সাজা রদ হল।

সালটা ছিল ২০০৩। টেক্সাসের প্যালেস্টাইনের নিকি নামের এক বছর দুয়েকের শিশু কন্যার মৃত্যুর ঘটনায় চমকে উঠেছিল গোটা দেশ। ডাক্তাররা জানিয়েছিলেন, শিশু কন্যাটিকে অত্যধিক বার ঝাঁকানোর কারণে তার মৃত্যু হয়। পরে তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর ঘটনা। মেয়েটির বাবা রবার্ট প্যাটিনসন বারবার ঝাঁকুনি দিয়ে তার মেয়েকে খুন করেছে। পুলিশ তাকে গ্রেফতার করলে রবার্ট স্বীকর করে নেয় তার অপরাধ।

টেক্সাসের আদালতে মৃত্য়ুদণ্ড রদ

তার শিশু কন্যা সন্তানকে অভিযুক্ত রবার্ট প্যাটিনসনের মেডিক্যাল পরীক্ষায় দেখা যায় 'সেকেন বেবি সিন্ড্রোম'নামের এক জটিল রোগের আক্রান্ত। যে রোগে আক্রান্তরা শিশুদের ঝাঁপিয়ে মারার প্রবণতা থাকে।