Elon Musk Responds about his Bruised Eye (Photo Credits: X)

Tesla Shares: ইলন মাস্কের চরমপন্থী- খামখেয়ালি রাজনৈতিক অবস্থানের কারণে আরও একবার বড় ক্ষতির মুখে পড়তে হল দুনিয়ার এক নম্বর ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলা (Tesla)-কে। এবারের ক্ষতিটা একেবারে নজিরবিহীন। গতকাল, বৃহস্পতিবার রাত থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়িতে জড়িয়ে পড়েন টেসলা প্রধান মাস্ক। ট্রাম্পকে সরাসরি তোপ দেগে এপস্টিন ফাইল থেকে ইমপিচ করে প্রেসিডেন্ট পদ থকে সরানোর দাবি জানান। পাল্টা মাস্কের সব কোম্পানির ওপর থেকে ভর্তুকি ছাঁটাইয়ের হুমকি দেন ট্রাম্প। দুনিয়ার দুই ক্ষমতাবান ব্যক্তিদের মধ্যে বিবাদের জেরে মাস্কের টেসলাকে শেয়ার বাজারে বিপুল ক্ষতির মুখে পড়তে হলে।

ভারতীয় মুদ্রায় প্রায় ২০ হাজার কোটি টাকা টেসলার শেয়ার থেকে

ট্রাম্পের সঙ্গে 'নোংরা' সংঘাতের মাস্কের জেরে শেয়ার বাজারে টেসলার ১৫০ বিলিয়ন মার্কিন ডলার পুরোপুরি মুছে গেল। টেসলার শেয়ারের দাম ১৪.৩% কমে যায়, যার ফলে কোম্পানির বাজার মূলধন (Market Capitalization) থেকে প্রায় ১৫০ বিলিয়ন মার্কিন ডলার মুছে যায়। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০ হাজার কোটি টাকা। এর আগে একদিনে শেয়ার বাজারে এত অঙ্কের আর্থিক ক্ষতি এর আগে টেসলার ইতিহাসে আসেনি। কট্টর ট্রাম্প সমর্থকদের বিশ্বাসে ধাক্কা, সরাসরি প্রশাসনিক প্রদানের সঙ্গে পাল্লা নেওয়ার অনিশ্চয়তা টেসলার শেয়ার বাজারে এই ধস বলে মনে করা হচ্ছে।

টেসলার বড় ক্ষতি

মাস্কের জন্য টেসলার ক্ষতির বহর বাড়ছে

সম্প্রতি, সরকারী কোষাগার বাঁচানোর নাম করে অযৌক্তিকভাবে বিভিন্ন সরকারী দফতরে বিপুল পরিমাণ সরকারী কর্মী ছাঁটাই, ইউরোপের রাজনীতি সরাসরি মাথা গলানোয় মাস্কের কোম্পানি টেসলা বয়কট করা হয়। এই বয়কটের জেরে শেয়ার বাজারে টেসলার মূলধন ১০০ বিলিয়ন মার্কিন ডলার উধাও হয়ে গিয়েছিল। এর আগে একদিনে টেসলার শেয়ার বাজারে ক্ষতির নজির ছিল-২০২০ সালের ৮ সেপ্টেম্বর। সেদিন টেসলার শেয়ার মূল্য ২১.০৬% কমে গিয়েছিল। তবে তাতে কোম্পানির বাজার মূলধন এতটা ক্ষতিগ্রস্থ হয়নি।