Elon Musk (Photo Credit: Twitter)

ফের চাকরি (Job) যাচ্ছে বহু মানুষের।  এবার এলন মাস্কের (Elon Musk) টেসলা (Tesla) থেকে চাকরি গেল পরপর ২ পদস্থ আধিকারিকের। তবে এখানেই শেষ নয়। রিপোর্টে প্রকাশ, টেসলা থেকে এবার ১০০-রও বেশি কর্মীর চাকরি যেতে চলেছে। ইতিমধ্যেই কোম্পানির সিইও-র মেল পদস্থ আধিকারিকদের কাছে এসে পৌঁছেছে বলে খবর।

জানা যাচ্ছে, মঙ্গলবার দুপুরে টেসলার ২ আধিকারিকের চাকরি যাচ্ছে। যাঁদের মধ্যে রয়েছেন রেবেকা তিনুচি এবং ড্যানিয়েল হো। দুজনেই কোম্পানির পদস্থ কর্মী বলে খবর। হঠাৎ করে কেন ফের টেসলা থেকে কর্মীদের চাকরি যাচ্ছে, তা নিয়ে সন্দেহ বাড়ছে। টেসলা যেখানে ভারতে নতুন করে বিনিয়োগ করছে, সেখানে সমশ্লিষ্ট কোম্পানি থেকে কর্মীদের চাকরি যাওয়া কার্যত অশনি সঙ্কেত বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুন: Tesla- $2 Billion Investment In India: টেসলার সঙ্গে চুক্তি, বিপুল অর্থ বিনিয়োগের পথে মাস্কের সংস্থা

প্রসঙ্গত , এর আগে ট্যুইটার বর্তমান এক্স থেকে একাধিক কর্মীর চাকরি যায়। এক্স-এর মালিকানা হাতে নিতেই মাইক্রো ব্লগিং সাইট থেকে একের পর একভাবে চাকরি যেতে শুরু করে বহু কর্মীর।