টেলিগ্রাম অ্যাপের নির্মাতা পাভেল দুরভ (ছবিঃX)

নয়াদিল্লিঃ বিমানবন্দর থেকে গ্রেফতার টেলিগ্রাম(Telegram) অ্যাপের নির্মাতা পাভেল দুরভ(Pavel Durov)। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্যারিসের(Paris) লে বুগেট বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, টেলিগ্রাম অ্যাপ সম্পর্কিত অপরাধের জেরেই পাভেলকে গ্রেফতার করা হয়েছে। রবিবার(Sunday) পেশ করা হবে আদালতে। জানা গিয়েছে, টেলিগ্রাম অ্যাপের তথ্যভাণ্ডার রুশ প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দেওয়া হচ্ছিল তাঁকে। সেই ভয়ে রাশিয়া ছেড়ে দুবাইয়ে গিয়ে আশ্র্য নেন তিনি। সেখান থেকে সমস্ত কাজ পরিচালনা করতেন। এরপর অভিযোগ ওঠে টেলিগ্রাম অ্যাপটি অপরাধমূলক ব্যবহার রোধে সক্ষম নয়। জানা গিয়েছে, পরবর্তীতে তাঁর বিরুদ্ধে টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে প্রতারণা, মাদক পাচার, সাইবার বুলিং, অপরাধ ও সন্ত্রাসবাদের প্রচারের অভিযোগ আনা হয়েছে। এরপরই পাভেলের বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। শনিবার ফ্রান্সের প্যারিসের লে বুগেট বিমানবন্দর থেকে অবশেষে তাঁকে গ্রেফতার করে ফরাসি পুলিশ।পাভেল রুশ বংশোদ্ভূত। গ্রেফতারির খবর সামনে আসতেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে ফ্রান্সের রুশ দতাবাস, এমনটাই সংবাদ সংস্থা সূত্রে খবর।

 ফ্রান্সে গ্রেফতার টেলিগ্রাম-র প্রতিষ্ঠাতা