দিল্লি, ১১ নভেম্বর: সাতপাকে বাঁধা পড়েছেন মালালা ইউসুফজাই (Malala Yousafzai)। নিজে ট্যুইট করে সেই খবর জানান বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী। পাকিস্তানি (Pakistan) ক্রিকেট (Cricket) কোচ আসারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ে সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন মালালা।
আরও পড়ুন: Malala-র বিয়ে, পাক ক্রিকেট কোচের সঙ্গে 'নিকাহ' নোবেলজয়ীর
মালালার বিয়ের পর ট্যুইটে তাঁকে কটাক্ষ করেন বাংলাদেশি (Bangladesh) লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasreen)। তিনি বলেন, মালালা একজন পাকিস্তানিকে বিয়ে করেছেন, যা দেখে তিনি কার্যত অবাক হয়ে গিয়েছেন। মাত্র ২৪-এ মালালা কীভাবে বিয়ে করলেন, তা নিয়ে প্রশ্ন চিহ্ন এঁকে দেন তসলিমা। পাশাপাশি তিনি আরও বলেন, মালালা অক্সফোর্ডে গিয়েছেন পড়াশোনার জন্য, তিনি এমনই মনে করেছিলেন কিন্তু বাস্তাবে তা হয়নি। ৩০-এর আগেই তিনি বিয়ে করে ফেললেন বলে নিজের হতাশা প্রকাশ করেন বাংলাদেশের জনপ্রিয় লেখিকা।
Quite shocked to learn Malala married a Pakistani guy. She is only 24. I thought she went to Oxford university for study, she would fall in love with a handsome progressive English man at Oxford and then think of marrying not before the age of 30. But..
— taslima nasreen (@taslimanasreen) November 9, 2021
মালালা জানান, তিনি আসারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন। নিজের পরিবারের সদস্যদের হাজিরায় আসারের সঙ্গে নিকাহ পর্ব সেরেছেন বলে জানান মালালা ইউসুফজাই।