Narendra Modi and Donald Trump. (ছবিঃX)

Donald Trump: নরেন্দ্র মোদী (Narendrad Modi) সরকারকে আরও একবার বড় অস্বস্তিতে ফেললেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প আরও একবার হোয়াইটহাউসে বসে জোর গলায় বললেন, ভারত-পাকিস্তান যুদ্ধ তিনি বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে বন্ধ করেছেন। তিনি না থাকলে ভারত-পাকিস্তান যুদ্ধে পরমাণু বোমা চলত বলেও দাবি করেছেন ট্রাম্প। তিনি গত কয়েক মাসে গোটা বিশ্বে যে সাতটি যুদ্ধ থামিয়ে দিয়েছেন, তার মধ্যে ভারত-পাকিস্তান যুদ্ধের আকার-বহরটাই সবচেয়ে বড় আর বিপজ্জনক ছিল বলে মার্কিন প্রেসিডেন্টের দাবি। ট্রাম্পের দাবি,"ভারত-পাকিস্তানের যুদ্ধে আলাদা স্তরে চলে গিয়ে পরমাণু যুদ্ধে পরিণত হচ্ছিল। ওরা একে অপরের ৭টি যুদ্ধবিমান/জেট ধ্বংস করেছিল। যুদ্ধ তখন প্রবলবাবে চলছিল। তখনই আমি ওদের বলি, তোমরা কী ব্যবসা করতে চাও? যদি তোমারা এভাবে লড়াই করতে থাকো, আমরা তোমাদের সঙ্গে কোনওরকম ব্যবসা করবো না, আমি তোমাদের যুদ্ধ বন্ধের জন্য ২৪ ঘণ্টা সময় দিলাম। দুই দেশ তখন বলেছিল, আর যুদ্ধ হবে না।" এই ফর্মুলাটা আমি বিভিন্ন জায়গায় কাজে লাগিয়েছি। যুদ্ধ বন্ধের হাতিয়ার হিসাবে আমি বাণিজ্যের হুমকি দিয়েছি। ১০০ শতাংশ শুল্কের আরোপের কথা বলেছি। তাতে কাজ হয়েছে।"

বানিজ্য হুমকিতেই থামছে যুদ্ধ, দাবি ট্রাম্পের

এরপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "আমি যে ৭টা যুদ্ধ থামিয়েছি, তার মধ্যে ৪টা থেমেছিল কারণ আমার হাতে শুল্ক আর বাণিজ্যের নিয়ন্ত্রণ ছিল। আমি বলতে পেরেছিলাম, 'তোমরা যদি লড়াই করো আর সবাইকে মেরে ফেলতে চাও, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু তখন তোমাদের আমাদের সঙ্গে বাণিজ্য করলে ১০০% শুল্ক দিতে হবে।' শেষে সবাই হার মেনে নিল। আমরা এখন ট্রিলিয়ন ডলারের শুল্ক আদায় করছি এবং শুল্কের জন্য যুদ্ধ থামাচ্ছি। অন্য দেশগুলো আগে আমাদের সঙ্গে এমনটা করেছে, আর এখন আমরা তাদের সঙ্গে করছি।"ট্রাম্পের দাবি, তাঁর শুল্ক নীতির জন্য আমেরিকার ট্রিলিয়ন ডলার রোজগার হচ্ছে, যাতে দেশের অর্থনীতি স্বাভাবিকভাবেই চাঙ্গা হচ্ছে।

দেখুন কী বললেন ট্রাম্প

ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছে ভারত

ভারত সরকার ট্রাম্পের এই দাবি উড়িয়ে দিয়েছে। তবে সরাসরি ভারতকে উদ্দেশ্য করে বললেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু যুদ্ধবিরতি ইস্যুতে সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে মিথ্যা দাবি করছেন, তেমনটা বলেননি। অথচ ট্রাম্প ৪০ বারের বেশি সরাসরি এমন দাবি করে চলেছেন।

ট্রাম্পের দাবি তিনি যে ৭টি যুদ্ধ থামিয়েছেন

১) ভারত বনাম পাকিস্তান, ২) ইজরায়েল বনাম ইরান, ৩) আর্মেনিয়া বনাম আজারবাইজান, ৪) তাইল্যান্ড বনাম কাম্বোডিয়া, ৫) রোয়ান্ডা বনাম ডিআর কঙ্গো, ৬) ইজিপ্ট বনাম ইথিওপিয়া, ৭) সার্বিয়া বনাম কোসোভো।