কাবুল, ১৬ সেপ্টেম্বর: দেশরক্ষায় খুব শিগগির আসছে আফগান সেনা৷ এই তথ্য দিলেন তালিবানের (Taliban) সেনাপ্রধান কারি ফাসিহুদ্দিন (Qari Fasihuddin)৷ সংবাদ সংস্থা জিনহুয়ার রিপোর্ট অনুযায়ী তালিবান সেনাপ্রধান বলেছেন, “অদূর ভবিষ্যতে আফগানিস্তানে (Afghanistan) দেশরক্ষায় ও সর্বস্তরে পরামর্শ দানে উপযোগী একটি সুশৃঙ্খল এবং শক্তিশালী সেনাবাহিনী থাকবে৷” বুধবার কাবুলে এক জনসভায় এই ঘোষা করেন ফাসিহুদ্দিন৷ তাঁর মতে আফগান সেনা হবে সু্প্রশিক্ষিত এবং শৃঙ্খলাপরায়ণ৷ আরও পড়ুন-Nusrat Jahan: নুসরতের ছেলের বাবা যশ দাশগুপ্ত, অবশেষে মুখ খুললেন অভিনেত্রী
গত ১৫ আগস্ট কাবুল দখল করে নেয় তালিবানরা৷ তারপরেই তালিবানের তরফে এক ঘোষণায় জানানো হয়, আফগানিস্তানে কেয়ার টেকার সরকার গড়তে চলেছে তারা৷ গত সাত সেপ্টেম্বর পুলিশ ও সেনাবাহিনী ছাড়াই আফগানিস্তানের ক্ষমতার রাশ সরকারিভাবে নিজেদের হাতে তুলে নেয় তালিবান৷ এর আগে প্রাণে বাঁচতে বহু আফগান দেশ ছেড়ে শরণার্থী হয়েছে৷ স্বদেশ ত্যাগ করতে গিয়ে বিমানের মাথায় চড়ে প্রাণ দিয়েছেন বেশ কয়েকজন৷ গত মাসেই ২০ বছরের যুদ্ধে ইতি টেনে আফগানিস্তান ছেড়েছে মার্কিন সেনা৷ সেদিনই রাজধানী কাবুলে গুলি বোমা ছুঁড়ে স্বাধীনতা উদযাপন করেছে তালিবান৷