Nusrat Jahan: নুসরতের ছেলের বাবা যশ দাশগুপ্ত, অবশেষে মুখ খুললেন অভিনেত্রী
Yash Dasgupta and Nursrat Jahan (Picture Credits: twitter)

এতদিনে ছেলে ঈশানের বাবার নাম প্রকাশ্যে আনলেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)৷ কলকাতা পুরসভায় ছেলের জন্মের শংসাপত্র করাতে গিয়েছিলেন অভিনেত্রী৷ সেখান থেকেই জানা গেল, নুসরতের ছেলের পুরো নাম ও বাবার নাম৷ পুরসভার ওয়েবসাইটে লেখা আছে ২০২১-এর ২৬ আগস্টে ভাগীরথী নেওটিয়া উওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টারে বাচ্চার জন্ম হয়েছে৷ পুরো নাম ঈশান জে দাশগুপ্ত৷ বাবার নাম দেবাশিস দাশগুপ্ত ওরফে যশ (Yash Dasgupta)৷ মায়ের নাম নুসরত জাহান রুহি৷ গত শনিবারই করোনার প্রতিষেধক নিতে কলকাতা পুরসভায় গিয়েছিলেন সাংসদ অভিনেত্রী৷ সঙ্গে ছিলেন বিশেষ বন্দু যশ দাশগুপ্তও৷ সেখানেই তিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা চিকিৎসক সুব্রত রায়চৌধুরির সঙ্গে তাঁর কথা হয়৷ আও পড়ুন-West Bengal Monsoon: রোদ্দুরের মুখ দেখতে না দেখতেই ফের নিম্নচাপের ভ্রূকুটী, উইকএন্ডে ভিজবে রাজ্য

নুসরত জানতে পারেন, সন্তানের পিতার নাম যদি জন্মের শংসাপত্রে না থাকে, তাহলে বিবিধ আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে৷ এরপরেই বুধবার দেখা গেল কলকাতা পুরসভার ওয়েবাসাইটে আপলোড হয়েছে ইশান জে দাশগুপ্তর জন্মের শংসাপত্র৷ ১৬২৩ হল রেজিস্ট্রেশন নম্বর৷ কলকাতা পুরসভার ওয়েবসাইটের স্বাস্থ্য বিভাগ সার্চ করলেই রাত ৯ টা বেজে ৩০ মিনিট পরেই যশ নুসরতের ছেলের জন্মের শংসাপত্র দেখতে পাবেন৷

নুসরত জাহানের ছেলের বাবা কে, এই তথ্য জানতে উদগ্রীব ছিল গোটা রাজ্য৷ স্বামী নিখিল জৈনের সঙ্গে দূরত্ব বৃদ্ধি ও প্রেগন্যান্সি নিয়ে নিন্দে, সমালোচনা, কটাক্ষ কিছুই বাদ পড়েনি৷ তবে সবকিছুই অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলেছেন নুসরত৷ মা হওয়ার পরে পরেই প্রকাশ্যে এসে নিজেই বলেছিলেন, “আমার ছেলের বাবা জানে বাবা কে৷” এতদিনে সেই প্রশ্নের উত্তর মিলল৷