কাবুল, ১০ জুলাই: আফগানিস্তানের (Afghanistan) ৮৫ শতাংশ অংশ দখল করে নেওয়া হয়েছে। ক্রমশ গোটা দেশ তাদের দখলে চলে যাবে। আফগানিস্তান দখল নিয়ে এবার এমনই হুমকি দিল তালিবান।
তালিবানের (Taliban) হয়ে সম্প্রতি প্রকাশ্যে হুমকি দেয় সাহাবুদ্দিন দিলাওয়ার। রাশিয়ায় বসে কার্যত হুমকি দিতে শোনা যায় সাহাবুদ্দিনকে। জঙ্গি সংগঠনের এই নেতার কথা, মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়তে শুরু করেছে। বিদেশি সেনা আফগানিস্তানের মাটি ছাড়ার পরপরই গোটা দেশ তারা দখল করবে।
আরও পড়ুন: Afghanistan: আফগানিস্তানে জোরদার বিস্ফোরণে মৃত্যু ২ পুলিশ অফিসারের, ছড়াচ্ছে তালিবান আতঙ্ক
সম্প্রতি মার্কিন ও ন্য়াটো বাহিনী আফগানিস্তান ছাড়বে বলে ঘোষণা করা হয়। প্রায় ২০ বছর পর আফগানিস্তানের মাটি ছেড়ে ফিরছে ন্যাটো ও মার্কিন বাহিনী। মার্কিনী সেনাদের আফগানিস্তান ছাড়ার সঙ্গে সঙ্গেই ফের সক্রিয় হয়ে উঠেছে তালিবান। কান্দাহার, জালালাবাদ সহ একাধিক এলাকা তালিবান দখল করেছে বলেও জানা যায়।
তালিবান সক্রিয় হতেই এবার আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরানোর কাজ শুরু করা হয়েছে। জালাবাদে ভারতীয় (India) দূতাবাসও বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।