Taliban: কাবুল দখলের গর্জন তালিবানের, আফগানিস্তান থেকে নাগরিকদের উদ্ধারে ব্যস্ত বিভিন্ন দেশ
কাবুলের প্রান্তে দাড়িয়ে তালিবান, ছবি সংগৃহীত

কাবুল, ১৪ অগাস্ট: কাবুল (Kabul) জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তার বহর। আফগানিস্তানের (Afghanistan) রাজধানী শহর কাবুলে যাতে কোনওভাবেই তালিবান দখলদারি না চালাতে পারে, তার জন্য ওই এলাকা কড়া পাহারায় মুড়ে ফেলা হয়েছে। কাবুলের দক্ষিণ প্রান্তের লোগার প্রদেশ দখলের পর তালিবানের হাত থেকে রাজধানী শহরকে কতক্ষণ নিরাপদ রাখা যাবে, তা নিয়ে দানা বাঁধতে শুরু করেছে সন্দেহ।

কাবুল থেকে মাত্র ৫০কিলোমিটার দূরে রয়েছে তালিবান (Taliban)। ফলে লোগার প্রদেশ দখলের পর কাবুল থেকে নিজেদের নাগরিকদের উদ্ধার করতে শুরু করেছে আমেরিকা (US) সহ বিভিন্ন দেশ। প্রসঙ্গত, বিমান পরিষেবা বন্ধ হওয়ার আগে আফগানিস্তান থেকে ভারতীয়রা যাতে দেশে ফেরেন, সেই আবেদন জানানো হয়েছে দিল্লির (Delhi) তরফে।

আরও পড়ুন: Assam: মন্দিরের ৫ কিমির মধ্যে বিক্রি করা যাবে না গোমাংস, বিল পাশ অসমে

সম্প্রতি মাজার-ই-শরিফ দখল করে তালিবান। মাজার-ই-শরিফে তালিবান আধিপত্য বিস্তারের পর সেখান জঙ্গি বিরোধী এক সেনা সংগঠন তৈরি করতে শুরু করেছেন স্থানীয় সভাপতি আবদুল রসুল দস্তুম। তা সত্ত্বেও ওই শহরকে কোনওভাবেই তালিবানের হাত থেকে রক্ষা করতে পারেনি প্রশাসন।