ছবি সংগৃহীত

গুয়াহাটি, ১৪ অগাস্ট: 'ক্যাটল প্রিভেনশন বিল' (Cattle Preservation Bill) পাশ হল অসম (Assam) বিধানসভায়। যে বিলে স্পষ্ট জানানো হয়েছে, মন্দিরের ৫ কিলোমিটার এলাকার মধ্যে বিক্রি করা যাবে না গোমাংস।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ( Himanta Biswa Sarma) জানান, রাজ্যের সীমান্ত এলাকা দিয়ে যাতে গরু পাচার বন্ধ করা যায়, সে দিকে নজর রাখবে এই বিল। পাশাপাশি হিন্দু (Hindu) মন্দির চত্বরের ৫ কিলোমিটারের মধ্যে কেউ গোমাংস বিক্রি করতে পারবে না বলে জানান অসমের মুখ্যমন্ত্রী। হিন্দুর পাশাপাশি শিখ, জৈন মন্দিরের চত্বরের মধ্যেও বিক্রি করা যাবে না গোমাংস। পাশাপাশি গরু এবং বাছুর জাতীয় কোনও প্রাণীকে (১৪ বছর পর্যন্ত বয়সী) অসমে হত্যা করা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকারের এই বিলে।

 

তবে অসমে কেউ গোমাংস খেতে চাইলে, তাঁকে বাধা দেওয়া হবে না। কারও খাদ্যাভাসে হস্তক্ষেপ করতে অসম সরকার রাজি নয় বলেও স্পষ্ট জানান হিমন্ত বিশ্বশর্মা।