কাবুল, ১৬ সেপ্টেম্বর: এবার দ্য আফগানিস্তান (Da Afghanistan Bank) ব্যাংকে ১২.৩ মিলিয়ন মার্কিন ডলার ও সোনা হস্তান্তর করল তালিবান (Taliban)৷ বৃহস্পতিবার এই মর্মে একটি বিবৃতি দিয়েছে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক৷ প্রশাসনের প্রাক্তন কর্মকর্তা ও প্রাক্তন আফগান সরকারের গোয়েন্দা সংস্থার স্থানীয় অফিস থেকে সোনার বার ও ও নগদ টাকা উদ্ধার হয়েছে৷ যার সবটাই আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের কোষাগারে ফেরত পাঠানো হয়েছে৷ আফগানিস্তানের ইসলামিক এমিরেটের কর্তাব্যক্তিরা নিজেদের স্বচ্ছতার প্রমাণ দেখাতে যাবতীয় টাকা ও সোনা ব্যাংকের কোষাগারে ফেরত দিয়েছেন৷ এদিকে সেন্ট্রাল ব্যাংকের কার্যকরী গভর্নর মহম্মদ ইদ্রিস বাণিজ্যিক ব্যাংকে আফগান সরকারের জমাকৃত সম্পদের নিরাপত্তা সুনিশ্চিত করেছেন৷ আরও পড়ুন-Prince Harry and Meghan Markle On TIME 100 Most Influential 2021 List: টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে রাজ দম্পতি, বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় হ্যারি-মেগান
তাঁকে বলতে শোনা যায়, সমগ্র আফগানবাসীকে জানানো হচ্ছে যে এই দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ নজরদারির অধীনে রয়েছে৷ এবং আগের তুলনায় অনেক বেশি ভালভাবে কাজ করতে পারছে তারা৷ প্রত্যেকটি ব্যাংক সম্পূর্ণভাবে নিরাপদ৷ বিশ্বের সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের লেনদেন ১০ শতাংশ নগদ অর্থে করে৷ এবং গ্রাহককে প্রয়োজনীয় পরিষেবাও দেয়৷ অন্যদিকে আফগানিস্তানের বাণিজ্যিক ব্যাংকগুলি আফগানি ও বিদেশি মু্দ্রা মিলিয়ে মোট নগদ ৫০ শতাংশ তাদের সঙ্গে রাখে৷ তাই সেখানকার ব্যাংকগুলি ভাল অবস্থায় রয়েছে৷ এই ব্যাংকগুলি আফগানিস্তানের অর্থনৈতিক উন্নতির ধারাকে অব্যাহত রাখতে দেশে ও বিদেশে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগও করেছে৷
আগস্টের মাঝামাঝি সময়ে তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই সাধারণ গ্রাহকরা নিজেদের সঞ্চিত অর্থ ব্যাংক থেকে তুলে নিচ্ছে৷ এই পরিস্থিতিতে এমন বিবৃতি দিলেন দ্যা আফগানিস্তান ব্যাংকের গভর্নর৷ খবর বেরিয়েছিল, অস্থির পরিস্থিতির মধ্যে ব্যাংকের অ্যাসেট ফ্রিজ করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও অর্থ দেওয়া বন্ধ করবে বিশ্বব্যাংক এবং আইএমএফ৷ এরপরেই সতর্ক হয়ে পড়ে আফগানরা৷ এরপর ২৮ আগস্ট সেন্ট্রাল ব্যাংকের তরফে দেশের প্রত্যেক ব্যাংকের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷ তাতে স্পষ্ট করে বলা হয়েছে যে, প্রতি সপ্তাহে গ্রাহকরা মাথাপিছু ২০০ মার্কিন ডলার বা ২০ হাজার আফগানি ব্যাংক থেকে তুলতে পারবেন৷