Sydney Church Attack: শপিং মলের পর এবার সিডনির চার্চে হামলা, বিশপকে আচমকা ছুরিকাঘাত আততায়ীর, দেখুন ভিডিয়ো
Sydney Church Attack

সিডনি, ১৫ এপ্রিল: হিংসা-যুদ্ধে জরাজীর্ণ দুনিয়ায় ফের খারাপ খবর। ফের অস্ট্রেলিয়ার শহর সিডনিতে। শপিং মলের পর এবার ওকেলির চার্চে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ পশ্চিম সিডনির এক বড় চার্চে মাস (ক্রিস্টানদের বিশেষ অনুষ্ঠান) চলাকালীন ছুরি হাতে বিশপের ওপর হামলার ঘটনা ঘটল। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিশপ যখন বক্তব্য রাখছেন, তখন সেই আততায়ী কালো জামা পরে স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে তাঁর সামনে এসে পড়েন। এরপর বিশপ মার এমানুয়েলের কাছে ছুটে গিয়ে সেই আততায়ী বারবার ছুরির আঘাত মারতে থাকে।

পুরো কালো পোশাক পরে ছিল সেই আতয়ায়ী। চার্চের ইউ টিউব চ্যানেলে সরাসরি মাস অনুষ্ঠানের ভিডিয়ো দেখানো হচ্ছিল। আততায়ীর হামলার ভিডিয়ো সরাসরি ধরা পড়ে ইউ টিউবের সেই লাইভ স্ট্রিমিংয়ে। মুখে, মাথায় আঘাত লাঘার পর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বিশপ। তবে পরে দেখা যায়, তার চোট খুব বেশী নয়।

দেখুন ভিডিয়ো

চার্চের হামলার ৪৮ ঘণ্টা আগে এই সিডনিতেই এক শপিং মলে আততায়ির ছুরি হামলায় ৬ জন মারা যান। একাকিত্বের মানসিক অবসাদ থেকে সে মলে হামলা চালিয়ে ছিল বলে আততায়ী জানিয়েছিল।