রাশিয়ার রাজধানী মস্কোয় টানা ড্রোন হানা । মস্কোর অন্তত দুটি বহুতলে ড্রোন হানার স্পষ্ট চিহ্ন দেখা যায়। ইউক্রেন থেকে ধেয়ে আসা ড্রোন হামলায় মস্কোয় ৫০ তলা বহুতলের একটা অংশ ভেঙে পড়তে দেখা যায়। ড্রোন হানার কারণে মস্কোয় বানিজ্যিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সাইরেনের শব্দে শহরবাসী ভয়ে কাঁটা হয়ে যায়। রাশিয়ার সেনা জানায়, ইউক্রেনের দুটির ড্রোন মস্কোয় ঢুকে পড়ে। তবে সেগুলিকে ধ্বংস করা হয়েছে।
দেখুন মস্কোয় ৫০ তলা বহুতলে ড্রোন হামলার ক্ষতচিহ্ন
#BREAKING Another drone attacked office building in Moscow.#russia #RussiaIsLosing #RussiaIsATerroristState #ukraine #moscow #moscou pic.twitter.com/QMqjPNpKtx
— Intermarium 24 (@intermarium24) July 30, 2023
দেখুন ভিডিয়ো
The Russian Ministry of Defense commented on the attack of drones on objects in Moscow:
🔹2 drones were suppressed by electronic warfare and, having lost control, crashed on the territory of the Moscow-City non-residential building complex.
🔹Another UAV was destroyed in the air… pic.twitter.com/PzeZ5uqk0P
— Spriter Team (@SpriterTeam) July 30, 2023
দেখুন টুইট
BREAKING: Suspected Ukrainian drone attack on Moscow, with Russian air defences activated.
— The Spectator Index (@spectatorindex) July 30, 2023
ইউক্রেনের বিরুদ্ধে গত এক বছর ধরে কার্যত এক তরফাভাবেই ইউক্রেনের ওপর হামলা চালিয়ে তাদের একের পর এক শহর ধ্বংস করে দিচ্ছিল পুতিনের দেশ। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশের সামরিক ও অর্থ সাহায্য পেয়ে ইউক্রেন এবার রাশিয়াকে পাল্টা দিচ্ছে।