মহাশূন্যের দৃশ্য (ছবিঃPTI)

নয়াদিল্লিঃ আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। তারপরই পৃথিবীর(Earth) বুকে ফিরতে চলেছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)এবং তাঁর সহকারী ব্যারি বুচ উইলমোর। জানা গিয়েছে, সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) দিকে এগোচ্ছে নাসা ও স্পেসএক্সের যৌথ মহাকাশ মিশন ক্রু-১০। নতুন ক্রুদের আইএসএস-এ পাঠানো এবং সুনীতাদের নিয়ে পৃথিবীতে ফেরার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে মিশন ক্রু-১০। সব ঠিক থাকলে নির্ধারিত সময়েই পৃথিবীতে ফিরবেন সুনীতারা। প্রসঙ্গত, শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা নাগাদ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে চড়ে উৎক্ষেপণ করা হয় ক্রু-১০ কে। ভারতীয় সময়ে উৎক্ষেপণে সময় ছিল শনিবার ভোর ৪.৩০। লঞ্চের প্রায় ১০ মিনিট পর ক্যাপসুলটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়। এবং আইএসএস-এর পথে যাত্রা শুরু করে। ১৬ মার্চ সকাল ৯টা (ভারতীয় সময়): ক্রু ড্রাগন ক্যাপসুলটি আইএসএস-এর সঙ্গে সংযুক্ত হবে বলে জানা গিয়েছিল। সকাল ১০.৩৫টা নাগাদ খোলা হবে ক্যাপসুলের দরজা।

পৃথিবীতে ফিরছেন সুনীতারা, মহাকাশ স্টেশনের দিকে এগোচ্ছে মিশন ক্রু-১০

প্রসঙ্গত, বিগতঁ ৯ মাস ধরে মহাশূন্যে বন্দি সুনীতা উইলিয়ামস ও তাঁর সহকারী ব্যারি বুচ উইলমোর। দুই মহাকাশচারীকে ফেরাতে ‘বন্ধু’ মাস্কের সাহায্য চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে এবিষয়ে আশ্বস্ত করেন টেসলা কর্তা। সেইমতো সুনীতাদের ফেরাতে প্রস্তুতি শুরু করে তাঁর সংস্থা স্পেস এক্স। নাসার সঙ্গে যৌথ উদ্যোগে এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘ক্রু-১০ মিশন’।

সুনীতাদের ঘরে ফেরাতে মহাকাশ স্টেশনের দিকে এগোচ্ছে মিশন ক্রু-১০