Volcano, Representational Image (Photo Credit: File Photo)

যে দেশের লোকেরা রোজ রাতে ঘুমোতে চান এই আতঙ্কে, যে আগ্নেয়গিরির দৈত্যটা তাদের দেশকে গ্রাস করে ফেলবে। দক্ষিণ পশ্চিম আইসল্যান্ডের রাইকজানেস প্রদেশ আচমকাই আগ্নেয়গিরির লাভায় ঢেকে গেল। সানধনুকুর আগ্নেয়িগিরি( Sundhnukur Volcano) জেগে ওঠায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেই শহরের রাস্তায় বইতে শুরু করল লাভার স্রোত। গোটা এলাকা ঢেকে গেল কালো ধোঁয়ায়। সেখানকার ১০ হাজারের নেশী মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হল।

রাইকজানেসের রাতের আকাশ থেকে কালো ধোঁয়ার স্রোত বের হতে দেখে আতঙ্ক শুরু হয়ে যায়। সেখানকার কিছু শপিং মল, সরকারী অফিসের সামনে সশব্দে বয়ে চলেছে লাভার স্রোত। যে দৃশ্য হার মানায় যে কোনও হলিউড সিনেমাকেও।

দেখুন ভিডিয়ো

আইসল্যান্ড এমনি একটা দেশ, যেখানে অনেক সময়ই তুষারপাত, আগ্নেয়িগিরি, ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগগুলো এমনভাবে ধেয়ে আসে যেন মনে হয় হলিউডের সিনেমার কোনও দৃশ্য বোধহয় বাস্তবে নেমে এসেছে।