Sudan Woman (Photo Credit: X)

দিল্লি, ১৬ ডিসেম্বর: র্যাপিড সাপোর্ট ফোর্স এবং সেনা বাহিনী একযোগে মহিলাদের উপর অত্যাচার শুরু করেছে। কিশোরী, তরুণী থেকে শুরু করে মাঝ বয়সী, প্রত্যেকের উপর অত্যাচার করছে সেনা। শুধু তাই নয়, মহিলাদের উপর অত্যাচার করে তাঁদের যৌনদাসী হিসেবে ব্যবহার করছে সেনা বাহিনীর জওয়ানরা। এবার এমনই গুরুতর খবর উঠে আসছে সুদান থেকে। সুদনের (Sudan) দক্ষিণ কোরদোফানে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে। তারপর তাঁদের যৌনদাসী (Sex Slaves) হিসেবে লুকিয়ে রাখছে সেনা বাহিনী। সুদান থেকে এমন খবর উঠে আসতে শুরু কলে, তা নিয়ে আন্তর্জাতিক বিশ্বে চাঞ্চল্য ছড়ায়। রাষ্ট্রসংঘ যাতে এ বিষয়ে হস্তক্ষেপ করে এবং সুদানের মহিলাদের রক্ষা করে, সে বিষয়ে একধিকবার আবেদন জানানো হয়েছে। জানা যাচ্ছে, ২০২৩ সাল থেকে দক্ষিণ সুদানে মহিলাদের উপর অত্যাচার চালানো হচ্ছে। সেই খবর মানবাধিকার কমিশনের কানে যেতেই বিষয়টি নিয়ে এবার শোরগোল শুরু হয়েছে।

রিপোর্ট প্রকাশ, সেনা বাহিনী বাড়িতে প্রবেশ করে স্বামী, সন্তানের সামনে দিয়ে কখনও মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে। বাধা দিলে পরিবারের প্রত্যেককে গুলি করে খুন করা হচ্ছে। অনেক সময় স্বামী, সন্তানকে বেধে রেখে, তাঁদের সামনে মহিলাকে ধর্ষণ করা হচ্ছে। এক ভয়াবহ ছবি উঠে আসতে শুরু করে দক্ষিণ সুদান থেকে। যে ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়েছে বিশ্ব জুড়ে।