নাইরোবি, ২৫ এপ্রিল: সুদানে (Sudan) পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হতে শুরু করেছে। সুদানে সেনা বাহিনী এবং আধাসেনার সংঘর্ষের জেরে সেখানকার সাধারণ মানুষ-সহ বিদেশিরা যখন আটকে পড়েছেন, সেই সময় কিছুক্ষণের জন্য বন্ধ হল গোলাগুলি। ৩ দিন সুদানে গৃহযুদ্ধের বিরতি থাকবে বলে জানানো হয়েছে। ওই ৩ দিনের মধ্যে সেখান থেকে বিদেশি নাগরিকদের সরানোর কাজ শুরু করতে হবে বলে জানানো হয়। সুদানে যুদ্ধ বিরতির সময় যখন বিদেশিদের উদ্ধারের কাজ শুরু করা হয়েছে, সেই সময় সেখানকার মানুষের অনেকে দেশ ছেড়ে পালাতে চাইছেন।
আরও পড়ুন: Sudan Fighting: গৃহযুদ্ধে উত্তপ্ত সুদান থেকে ভারতীয়দের ফেরাতে 'অপারেশন কাবেরী' শুরু করল ভারত
এদিকে গৃহযুদ্ধপীড়িত সুদান থেকে ভারতীয়দের সরানোর কাজ শুরু করেছে দিল্লি। সুদান থেকে ভারতীয়দের ফেরাতে অপারেশন কাবেরী শুরু হয়েছে বলে জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সুদান থেকে ভারতীয়দের প্রথমে বন্দরে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে জাহাজ কিংবা বিমানে করে দেশে ফেরানোর কাজ শুরু হয়েছে বলে খবর।