ফ্লোরিডায় আছড়ে পড়েছে হ্যারিকেন (Hurricane) ইয়ান। শক্তিশালী হ্যারিকেনের দাপটে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ফ্লোরিডা। হ্যারিকেন আছড়ে পড়ার পর থেকে এখনও পর্যন্ত ২ মিলিয়ন মানুষ ঘরবন্দি। সেই সঙ্গে ইয়ানের জেরে ফ্লোরিডার বহু এলাকা অন্ধকারে ডুবতে শুরু করেছে। ইয়ান (IAN) যখন ফ্লোরিডায় (Florida) আছড়ে পড়ে, তখনকার অভিজ্ঞতা শেয়ার করেন এক বিমান চালক। বিমান যখন ফ্লোরিডার উপর দিয়ে উড়ছে, সেই সময় নীচে লণ্ডভণ্ড হতে শুরু করেছে বহু এলাকা।
A @NOAA weather plane flew into the eye of Hurricane Ian, experiencing severe turbulence https://t.co/C6mkMJnD8o pic.twitter.com/1g34v6z8fg
— Reuters (@Reuters) September 29, 2022
আরও পড়ুন: Disturbing Video: ইউক্রেনে যুদ্ধে যেতে রাজি নন, নিজেদের হাত, পা ভাঙছেন রুশ যুবকরা, দেখুন
হ্যারিকেনের দাপটে বিমানের মধ্যে থাকা অবস্থায় সেখানকার চালক, বিমানের কর্মীদের কী অবস্থা হয়, সেই অভিজ্ঞতা শেয়ার করা হয়। ইয়ানের দাপটে যেভাবে ভয়ঙ্কর বিদ্যুৎ চমকাতে শুরু করে, তা আগে কখনও দেখেননি বলে মন্তব্য করেন ওই ব্যক্তি। দেখুন সেই ভিডিয়ো...
When I say this was the roughest flight of my career so far, I mean it. I have never seen the bunks come out like that. There was coffee everywhere. I have never felt such lateral motion.
Aboard Kermit (#NOAA42) this morning into Hurricane #Ian. Please stay safe out there. https://t.co/DQwqBwAE6v pic.twitter.com/gvV7WUJ6aS
— Tropical Nick Underwood (@TheAstroNick) September 28, 2022
বিমানের চালক বলেন, তিনি ৬ বছর ধরে কাজ করছেন। বিমান চালনার ৬ বছরের কেরিয়ারে তিনি এমন অবিজ্ঞতার সম্মুখীন কখনও হননি বলে জানান। প্রসঙ্গত বুধবার সকালে (স্থানীয় সময় অনুযায়ী) ফ্লোরিডায় আছড়ে পড়ে শক্তিশালী হ্যারিকেন ইয়ান।