ইজরায়েল এবং হামাস সংঘাত (Israel-Hamas War) যেন ক্রমের দুর্বিষহ চিত্র নিচ্ছে। দুই দেশের একের পর এক বিধ্বংসী হামলায় নিরীহ সাধারণ মানুষ মৃত্যুতে গোটা বিশ্বে চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে। ঘটনায় ক্ষুদ্ধ বিশ্বের রাজনৈতিক নেতৃত্বরা। গাজার আল আহিল আরব হাসপাতালে বিস্ফোরনের (Gaza Hospital Attack) জেরে প্রাণ হারিয়েছে প্রায় ৫০০ জন। ঘটনার বিভৎসতা যেন যুদ্ধের সব নিষ্ঠুরতাকেও হার মানাচ্ছে। ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে ইজরায়েলের পাশে থাকলেও নিরস্ত্র সাধারণ প্যালেস্তাইনবাসীদের সাহায্যের আশ্বাস দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক (UK Prime Minister Rishi Sunak)।
মঙ্গলবার রাতে টুইট করে ব্রিটেন প্রধানমন্ত্রী (Rishi Sunak) লেখেন, হামাসের সন্ত্রাসী হামলার বিষয়ে মন্ত্রীসভায় তিনি কিছু সিদ্ধান্ত নিয়েছেন। যুদ্ধে ইজরায়েলের (Israel) পাশে থাকলেও প্যালেস্তাইনের (Palestine) নিরীহ মানুষদের মৃত্যু অসহনীয়। তাঁদের সাহায্যের অঙ্গীকার দিয়েছেন সুনক।
দেখুন ব্রিটেন প্রধানমন্ত্রীর টুইট...
I updated Cabinet this morning on our response to the Hamas terror attacks.
As we stand with Israel, we will play our part in helping Palestinian civilians.
And at home we will continue to take every step to support our Jewish community.
There is no excuse for antisemitism. pic.twitter.com/gKmr6aHtTi
— Rishi Sunak (@RishiSunak) October 17, 2023
এদিকে গাজা (Gaza) হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ এবং তার জেরে শতাধিক প্রাণের বলির পর ইজরায়েলের দিকে আঙুল উঠতে শুরু করেছে। যা নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। তবে গাজা হাসপাতালে বিস্ফরণের দায় অস্বীকার করছে ইজরায়েল। ইসলামিক জিহাদ এই ঘটনার জন্য দায়ি। ইসলামিক জেহাদের সদস্যরা যে রকেট উৎক্ষেপণ করে, তা ব্যর্থ হয়। সেই রকেট উৎক্ষেপণের ব্যর্থতার জেরেই গাজার হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ হয়। ইজরায়েলের প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমনই দাবি জানিয়ে একটি টুইট করেন। তবে গাজা হাসপাতালের ভয়াবহ বিস্ফোরণ ইজরায়েলের সঙ্গে হামাসের বিরোধকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেল বলেই মনে করছে বিভিন্ন মহল।
এদিকে আজ বুধবার ইজরায়েল যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। সাক্ষাৎ করবেন ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে গঠিত মন্ত্রীসভার সদস্যদের সঙ্গেও দেখা করবেন বাইডেন।