কলম্বো, ২৫ আগস্ট: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত শ্রীলঙ্কার প্রাক্তন বিদেশ মন্ত্রী মঙ্গলা সামারাবীরা (Mangala Samaraweera Passes Away)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর৷ বেশ কিছুদিন আগে মারণ রোগ করোনায় আক্রান্ত হন তিনি৷ গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানী কলম্বোর এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়৷ সেখানে তাঁকে অক্সিজেন সাপোর্টে আইসিইউ-তে রাখা হয়েছিল৷ হাসপাতালের তরফে খবর, সামারাবীরার নানরকম শারীরিক জটিলতা ছিল৷ আশঙ্কাজনক অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন তিন৷ এর জেরে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শ্রীলভ্কার প্রাক্তন বিদেশ মন্ত্রী৷ দীর্ঘদিন শ্রীলঙ্কার প্রাক্তন সরকারের বিদেশ মন্ত্রক ও অর্থ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন মঙ্গলা সামারাবীরা৷ তবে গত বছর তিনি রাজনীতি থেকে অবসর নেন৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: ডেল্টা প্লাসের অশনি সংকেত, দেশে ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ ও মৃত্যু
বিরোধী রাজনৈতিক দল সামাগি জানা বালয়াগেয়ার নেতা থাকাকালীন সক্রিয় রাজনীতি থেকে সরে আসেন মঙ্গলা সামারাবীরা৷ করোনা মহামারীর তৃতীয় ঢেউয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা৷ তৃতীয় ঢেউয়ের শিকার সে দেশের ৩ লাখ ৯৮ হাজার ৮০১ জন বাসিন্দা৷ মারণ রোগে সম্প্রতি শ্রীলঙ্কার ৭ হাজার ৭৫০ জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন৷