Srilanka Economic Crisis: IMF দিচ্ছে ২.৯ বিলিয়ন ডলার, আর্থিক সঙ্কট কাটছে শ্রীলঙ্কার, জানালেন সেন্ট্রাল ব্য়াঙ্কের গর্ভনর
SriLanka Protests. (Photo Credits: Twitter)

মানুষ খিদের তাড়নায় রাস্তায় ঘুরছে মানুষ। টাকা নেই, তেল নেই, বাজারে অগ্নিমূল্য়ের ক্ষোভে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির বাসভবন দখলে নেয় ক্ষুব্ধ জনতা। ক'মাস আগে ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কার আর্থিক দেউলিয়ার দশা দেখেছে বিশ্ব। তবে এবার শ্রীলঙ্কায় কাটছে আর্থিক দুর্দশা। বিশ্ব ব্য়াঙ্ক (IMF) শ্রীলঙ্কাকে আর্থিক দিক থেকে উদ্ধারের জন্য ২.৯ বিলিয়ন মার্কিন ডলারের 'বেলআউট প্যাকেজ'দিচ্ছে। দীর্ঘদিন ধরেই আইএমএফের তাদের উদ্ধারের জন্য আইএমএফের কাছে আর্থিক প্যাকেজ চেয়ে আসছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কান সেন্ট্রাল ব্যাঙ্কের গর্ভনর নন্দলাল উইরেসিংঘে সাংবাদিকের জানালেন, "দেশের ডলার সঙ্কট মিটে যেতে চলেছে।

দেখুন টুইট

সোমবার আইএমএফ ২.৯ বিলিয়ন বেল আট প্যাকেজ মঞ্জুর করতে চলেছে।" প্রসঙ্গত, ডলার সঙ্কটের কারণে আন্তর্জাতিক বাজার থেকে পেট্রোল, ডিজেল সহ জ্বালানী তেল কিনতে পারেনি।