Sri Lanka Protest (Photo Credit: ANI/Twitter)

কলম্বো, ৯ জুলাই: প্রেসিডেন্ট গোতবয়া রাজাপাক্ষ দেশ ছাড়তেই চূড়ান্ত বিক্ষোভ শুরু হয়ে যায় শ্রীলঙ্কা জুড়ে। কলম্বো-সহ (Colombo) শ্রীলঙ্কার (Sri Lanka) বিভিন্ন জায়গায় প্রেসিডেন্টের বিরুদ্ধে কার্যত অগ্নিশর্মা হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের বাগে  আনতে পুলিশকে টিয়ার গ্যাসের শেল ফাটাতে হয় পরপর।

 

প্রেসিডেন্ট গোতবয়া রাজাপাক্ষে শ্রীলঙ্কা ছেড়ে পালানোর পর যেমন তাঁর বাড়ির সামনে বিক্ষোভ শুরু হয়, তেমিন সেক্রেটারিয়েট ভবনের সামনেও চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়। শ্রীলঙ্কার মানুষকে তচরম অর্থনৈতিক সঙ্কটের মাঝে ফেলে গোতবয়া রাজাপাক্ষে কেন দেশ ছাড়লেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিক্ষোভকারীরা।

 

এসবের পাশাপাশি সরকারি আধিকারিকদের সামনে পেলে, তাঁদেরও বিক্ষোভকারীরা হেনস্থা করছেন। এমন একাধিক ছবি উঠে আলতে শুরু করেছে।

 

প্রসঙ্গত এর আগে গা ঢাকা দেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষে। বাসভবন ছেড়ে মাহিন্দা রাজাপাক্ষে নৌসেনার গোপণ ডেরায় আশ্রয় নেন বলে খবর মেলে। যদিও সেনা বাহিনীর তরফে এ বিষয়ে মুখে রা কাটা হয়নি।