Sri Lanka: ভারত, চিনের কাছে সাহায্যের আবেদন করা হোক, বললেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী
Sri Lanka (Photo Credit: Twitter)

কলম্বো. ২ মে:  শ্রীলঙ্কার (Sri Lanka) অর্থনৈতিক বিপর্যয়ের সঙ্গে লড়াই করতে একাধিক দেশের কাছে সাহায্য চাইতে হবে। দ্বীপরাষ্ট্রের মানুষকে অনাহার থেকে রক্ষা করতে ভারত (India), চিন (China)-সহ একাধিক দেশের কাছে অর্থ সাহায্যের আবেদন করতে হবে। এমনই মন্তব্য করলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ।  মে দিবসের একটি অনুষ্ঠানে হাজির হয়ে এমনই মন্তব্য করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি আরও বলেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতবয়া রাজাপাক্ষের উচিত বর্তমান পরিস্থি থেকে সাধারণ মানুষকে রক্ষা করা। শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির শিকার যাতে সাধারণ মানুষ না হতে হয়, তার জন্য উপযুক্ত পদক্ষেপ করা প্রেসিডেন্টের উচিত বলে মন্তব্য করেন রনিল বিক্রমাসিংহ।

সম্প্রতি শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কট শুরু হয়।  যার জেরে রাস্তায় নামেন সাধারণ মানুষ। চিনের কাছ থেকে বিপুল ঋণের জেরেই শ্রীলঙ্কায় এমন অর্থনৈতিক সঙ্কট নেমে এসেছে বলে অভিযোগ করেন সাধারণ মানুষ।

আরও পড়ুন:  Rahul Gandhi: 'বিদ্যুৎ বিপর্যয় থেকে চাকরির অভাব', নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাহুল

নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে জ্বালানি তেল, সবকিছুর দামই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে বলে গোটা দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ।