কলম্বো, ২২ সেপ্টেম্বর: অর্থনৈতিক সঙ্কটে ভোগা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন মার্কসবাদী মতবাদে বিশ্বাসী নেতা অনুরা কুমারা দিসানায়েকে (Anura Kumara Dissanayake)। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ৪২.৩১ শতাংশ ভোট পেয়ে সিংহাসনে বসা নিশ্চিত করলেন ৫৫ বছরের বামপন্থী নেতা অনুরা দিসানায়েকে। তার দল জনতা ভিমুক্তি পেরামুনা-র ভোট প্রচারে যিনি দেশের অর্থনীতিতে সাম্যবাদ, পুঁজিবাদ বিরোধী লড়াই, গরীব মানুষের পেটের অন্ন নিশ্চিত করার কথা বলেছিলেন। তাঁর নির্বাচনী স্লোগান ছিল, দুর্নীতি মুক্ত শ্রীলঙ্কা, শক্তিশালী দেশ।
আগামিকাল, সোমবার অনুরা দিসানায়েকে শ্রীলঙ্কার নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন। রানিল বিক্রমাসিঙ্ঘের স্থলাভষিক্ত হতে চলেছেন অনুরা। স্কুল জীবন থেকে তিনি রাজনীতি করছেন। পদার্থ বিদ্যায় স্নাতক ২০০০ সাল থেকে কলম্বোর সাংসদ। দেশের কৃষি, ভূমি সংস্কার মন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন। বিরোধী দলের চিফ হুইপও ছিলেন। পাঁচ বছর প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় হয়েছিলেন।
নির্বাচনে জিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হচ্ছেন অনুরা দিসানায়েকে
Official: Anura Kumara Dissanayake has won the 2024 Sri Lanka Presidential Election. He will be the 9th Executive President of Sri Lanka pic.twitter.com/eDFwA1eFFI
— Azzam Ameen (@AzzamAmeen) September 22, 2024
প্রেসিডেন্ট নির্বাচনে অরুনা দিসানায়েক পেলেন ৪২.৩১ শতাংশ ভোট, সেখানে ৩২.৭৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হলেন সাজিত প্রেমদাসা। ভারতের সঙ্গে সুসম্পর্ক নিয়েই এগিয়ে চলবেন অরুনা এমনটাই আশায় নয়া দিল্লি।