Sri Lanka: এক নাগাড়ে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট, শ্রীলঙ্কায় বাড়ছে মৃতের সংখ্যা
এক নাগাড়ে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত শ্রীলঙ্কা, ছবি পিটিআই

কলম্বো, ৫ জুন: এক নাগাড়ে জোর বৃষ্টি এবং ঝড়ের জেরে কার্যত  বিপর্যস্ত শ্রীলঙ্কা (Sri Lanka)। একটানা ঝড় বৃষ্টির (Rain) জেরে দ্বীপ রাষ্ট্রে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ১ লক্ষ ৭০ হাজার আক্রান্ত বলে খবর।

শনিবার বিপর্যয় মোকাবিলাকারী দলের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। জিনহুয়ার খবর অনুযায়ী, একটানা বৃষ্টির জেরে বেশ কয়েকজন নিখোঁজ শ্রীলঙ্কায়। আবহাওয়া দফতরের কথায়, আগামী এক সপ্তাহ শ্রীলঙ্কায় এক নাগাড়ে বৃষ্টি চলবে। কোথাও কম, কোথাও বেশি। ফলে মানুষ যাতে ঘরের মধ্যেই থাকেন, সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। উত্তর, উত্তর-মধ্যে এবং শ্রীলঙ্কার উত্তর-পশ্চিম সীমান্তের ক্রমশ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেও জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা।

আরও পড়ুন: Delhi: দিল্লিতে উঠছে লকডাউন, ৫০% কর্মী নিয়ে খুলছে অফিস, চলবে মেট্রোও

প্রসঙ্গত পাকিস্তানে(Pakistan) এক নাগাড়ে বৃষ্টির জেরে সে দেশের পাঞ্জাব প্রদেশের ওখাড়া থেকেও গত সপ্তাহে মৃত্যুর খবর আসে। কোথাও দেওয়াল ভেঙে মানুষের মৃত্যু হয়। আবার কোথাও ছাদ ধ্বসে খবর আসে মৃত্যুর। পাকিস্তানের পর এবং শ্রীলঙ্কাতেও এক নাগাড়ে বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়ছে দেশের বিভিন্ন অংশ।