Indian COVID-19 Variant: করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত ১১ জন, চিন্তায় স্পেন
ভারতীয় ভ্যারিয়েন্টের খোঁজ স্পেনে

মাদ্রিদ, ৬মে: স্পেনে এবার খোঁজ মিলল করোনা ভাইরাসের (Virus) ভারতীয় ভ্যারিয়েন্টের। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী ক্য়ারোলিনা ডারিয়াস জানান, ইউরোপে এবার করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের ( Indian COVID-19 Variant) খোঁজ মিলেছে। তিনি আরও জানান, স্পেনে ভারতীয় ভ্যারিয়েন্টের জেরে নতুন করে ১১ জন আক্রান্তের খোঁজ মিলছে। ইউরোপের আর কোথাও ভারতীয় ভ্যারিয়েন্টের খোঁজ মিলিছে কি না, সে বিষয়েও খোঁজ চলছে।

এদিকে করোনা বিধ্বস্ত ভারতের জন্য সাহায্যের সরঞ্জাম নিয়ে রওনা দেবে বিমান। চিকিৎসার সরঞ্জাম থেকে অক্সিজেন সবকিছু নিয়ে ভারতে পৌঁছে যাবে স্পেনের (Spain) বিমান। গত সপ্তাহেও ভারতের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসার সরঞ্জাম নিয়ে স্পেন থেকে বিমান রওনা দিয়েছে বলে জানান সে দেশের স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন:  Third Wave of COVID 19: 'করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী, তৈরি থাকুন': কেন্দ্রের বৈজ্ঞানিক উপদেষ্টা

এদিকে সম্প্রতি অন্ধ্রপ্রদেশে মিলেছে করোনা (Corona) ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট। বেঙ্গল ভ্যারিয়েন্টের পর ভাইরাসের আরও এক প্রজাতির খোঁজ মেলায় জোর শোরগোল শুরু হয়েছে। জানা যাচ্ছে, করোনার (COVID 19) নতুন যে অন্ধ্র ভ্যারিয়েন্টের খোঁজ মিলিছে, তাতে আরও বেশি মানুষের সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।