Los Angeles Wildfire (Photo Credit: X/Screengrab)

California Wildfire: ক্যালিফোর্নিয়ার দক্ষিনাংশের ভয়াবহ দাবানলে সব কিছু ছারখার হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিজাত এই প্রদেশ বহু হলিউড সেলেবের বাস। হলিউডের গর্ভগৃহ হিসিবে পরিচিত বেভারলি হিলসের আগুন সবচেয়ে ভয়াবহ আকার ধারন করে। লস অ্যাঞ্জেলসের উপকূলবর্তী অঞ্চলে বসবাস করার জন্য বহু কোটি ডলার খরচ করে দেশের ধনী শিল্পপতি, অভিনেতা, খেলোয়াড়, সমাজের অভিজাত ব্যক্তিরা প্রাসাদ বানান।

সেলেবদের বাড়িও পুড়ে ছারখার

দাবানলে সে সব কিছুকে ধ্বংস করে দিয়েছে। মার্কিন প্রেসিজেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ১০ মিলিয়ন ডলারের প্রসাদও আগুনে ছারখার হয়ে গিয়েছে। অভিজাত অঞ্চল হওয়ায় ক্ষতির পরিমাণ অনেক বেশী। এবার ক্যালিফোর্নিয়া দাবানল অনেক ভয়াবহ আকার ধারন করেছে, কারণ এবার হাওয়ার বেগ ৪০ মাইল প্রতি ঘণ্টা ছাড়িয়ে গিয়েছে। ফলে দ্রুত দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে।  প্রশাসন যে গতিতে উদ্ধারকাজ চালাচ্ছিল, তার থেকেও বেশ গতিতে শহরাঞ্চলে ঢুকে পড়ে দাবানলের আগুন। ফলে ক্ষতির পরিমাণ রেকর্ড জায়গায় পৌঁছে যায়।

দাবানলে বড় ক্ষতি

ক্ষতির পরিমান

আগুন নেভানোর জন্য দমকল যা করছে, তার চেয়ে আগুন অনেক দ্রুত হারে ছড়াচ্ছে। ফলে পরিস্থিতিল একেবারে খারাপ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত আনুমনিক হিসেবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানলে ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হতে চলেছে।