
কয়েক মাস ধরে চলা রাজনৈতিক বিশৃঙ্খলার পর দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে (South Korea President Election) জয়ের পথে বামপন্থী প্রার্থী লি জে-মিয়ং।গত মঙ্গলবার (৩ জুন) ভোট গ্রহণের পর প্রকাশিত এক্সিট পোল সেই ইঙ্গিত দিয়েছে। এএফপি সূত্রে জানা গেছে প্রায় তিন দশকের মধ্যে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সর্বোচ্চ। নির্বাচনের আগে দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল দেশে সামরিক আইন ঘোষণা করেছিলেন, তাঁর ঠিক ছয় মাসের মাথায় দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হল।
দক্ষিণ কোরিয়ার তিনটি প্রধান সম্প্রচার সংস্থার একটি এক্সিট পোলে ভোটারদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই সমীক্ষা প্রকাশ করা হয়েছে। এক্সিট পোলের তথ্য অনুযায়ী, বামপন্থী ডেমোক্রেটিক পার্টির লি জে-মিয়ং ৫১.৭ শতাংশ ভোট পেয়েছেন বলে দেখানো হয়েছে। অন্যদিকে রক্ষণশীল পিপল পাওয়ার পার্টির (পিপিপি) প্রতিদ্বন্দ্বী ৩৯.৩ শতাংশ ভোট পাওয়ার পথে। এক্সিট পোলের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরে লি-এর শত শত সমর্থক উল্লাসে ফেটে পড়ে। পার্লামেন্টের অভ্যন্তরে বসে থাকা দলীয় কর্মকর্তারা ‘লি জে-মিয়ং’ বলে স্লোগান দিতে শুরু করেন।কয়েক সপ্তাহ ধরে দেশের সবকটি সমীক্ষাতেই কিমের (ইয়ুনের শ্রমমন্ত্রী) চেয়ে অনেক এগিয়ে ছিল লি।
নির্বাচনের সঙ্গে যুক্ত প্রশাসনের আধিকারিকরা জানান নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সর্বোচ্চ। গতকাল বিকেলের দিকে প্রায় ৭৭ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে, যা প্রায় দুই দশকের মধ্যে সর্বোচ্চ। রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট গণনা শুরু হয়েছে। আশা করা হচ্ছে আজ চূড়ান্ত ফল ঘোষিত হবে।