নতুন দিল্লি, ১৫ জুলাই: একনায়কতান্ত্রিক শাসনের অবসান ঘটাল দক্ষিণ অ্যামেরিকার ছোট্ট দেশ সুরিনাম (Suriname)। সোমবার ওই দেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্রাক্তন পুলিশ প্রধান চান সান্তোখি (Chan Santokhi)। মে মাসে সুরিনামে সাধারণ নির্বাচন হয়। সেই নির্বাচনে ব্যাপক জয়লাভ করেছেন চান।
সান্তোখি বিরোধী দলের নেতাও ছিলেন। দেসি বৌতেরসের (Desi Bouterse) স্থলাভিষিক্ত হনেন। দেসি বৌতেরসের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে। এছাড়া বিদেশে মাদক চোরাচালানের দায়ে দোষীসাব্যস্ত হয়েছেন। নতুন রাষ্ট্রপতির সামনে এখন নতুন চ্যালেঞ্জ। অর্থনৈতিক ভাবে দেশ দেউলিয়া, ব্যাপক দুর্নীতিতে ভরে গেছে দেশ। এছাড়াও করোনাভাইরাস মহামারী মোকাবিলাও বড় কাজ। সুরিনামে এখনও অবধি ৭৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৮ জনের মৃত্যু হয়েছে। আরও পড়ুন: Global COVID-19 Cases: ১ কোটি ৩২ লক্ষ ছাড়ালো বিশ্বের করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু মিছিলে শামিল ৫,৭৭,৮৪৩ জন
এক সময় সুরিনাম নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল। নেদারল্যান্ডসের সঙ্গে চলত বাণিজ্য আদান প্রদান। তবে দেসি বৌতেরসের শাসনকালে সেই সম্পর্কের অবনতি হয়েছিল।