লোকসভা ভোটের আগে আবুধাবিতে উদ্বোধন হতে চলেছে সুবিশাল এক মন্দিরের। আগামী বুধবার, ১৪ ফেব্রুয়ারি আবুধাবিতে গিয়ে BAPS হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। আবুধাবির প্রথম মন্দির নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা ধরা পড়ল বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগমের গলায়।
আবুধাবিতে গিয়ে সোনু বললেন, " আমি বাকরুদ্ধ। মন্দিরটি সত্যিই দারুণ এবং ভিন্ন ধরনের। সর্বধর্ম সম্বন্বয়ের স্থান এটি। এমন সুন্দর একটা মন্দির দেখার সৌভাগ্য হল বলে দারুণ লাগছে। গোটা দুনিয়া আর দিন দুয়েক পরে জানতে পারবে ঠিক কতটা সুন্দর হয়েছে এই মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আবুধাবিতে এত সুন্দর একটা মন্দির গঠন সম্ভব হল।
দেখুন খবরটি
#WATCH अबू धाबी (यूएई): BAPS हिंदू मंदिर के उद्घाटन पर गायक सोनू निगम ने कहा, "इस मंदिर का स्थान बहुत ही ऊपर है ये सर्वधर्म समागम बन चुका है और ये बहुत ही अद्वितीय मंदिर है कि इसके सामने कुछ कहने के लिए शब्द नहीं है। हमारा सौभाग्य अच्छा है कि हम इसका दर्शन अभी कर पाए हैं और… pic.twitter.com/naS5B30RrS
— ANI_HindiNews (@AHindinews) February 12, 2024
এটাই আবুধাবিতে প্রথম হিন্দু মন্দির। দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এবার নিয়ে সপ্তমবার সংযুক্ত আরব আমিরশাহি সফরে যাচ্ছেন মোদী।