Indian Ocean (Photo Credit: File Photo)

ঢাকা, ১২ মার্চ: ফের জলদস্যুদের (Pirates) কবজায় জাহাজ৷ এবার এম ভি আবদুল্লা নামে বাংলাদেশের (Bangladesh) একটি জাহাজকে অপহরণ করে জসদস্যুরা৷ আফ্রিকার মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরশাহির দিকে যাচ্ছিল বাংলাদেশের এম ভি আবদুল্লা নামের ওই জাহাজটি৷ সংযুক্ত আরব আমিরশাহিতে প্রবেশের আগেই জাহাজটিকে অপহরণ করে সোমালিয়ার জসদস্যুরা৷ এম ভি আবদুল্লা নামে ওই অপহৃত জাহাজটিতে ২৩ জন কর্মী রয়েছেন বলে খবর৷ ওই জাহাজের প্রত্য়েক কর্মীকে পণবন্দি করে রাখা হয়েছে বলে খবর৷

রিপোর্টে প্রকাশ, ভারত মহাসাগর থেকে বাংলাদেশের যে জাহাজটিকে অপহরণ করা হয়, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ (বাংলাদেশি সময় অনুযায়ী) সেখান থেকে মেসেজ পাঠানো হয় সংশ্লিষ্ট কোম্পানির কাছে৷ ওইজাহাজ কোম্পানির সিইও মহম্মদ মেহেরুল করিম এই খবর জানান৷

সোমালিয়ার জলদস্যুরা তাঁদের জাহাজ অপহরণ করেছে৷ জাহাজের কর্মীদের পণবন্দি করে রাখা হয়েছে৷ তাঁরা এ বিষয়ে আরও খবর জোগাড়ের চেষ্টা করছেন বলে জানান মেহেরুল করিম৷ প্রসঙ্গত ২০১০ সালে আরব সাগর থেকে সোমালিয়ার জলদস্যুরা এম ভি জাহান মনি নামের একটি বাংলাদেশি জাহাজ অপহরণ করে৷ প্রায় ১০০ দিন বন্দি রাখার পর অবশেষে এম ভি জাহান মনির কর্মীদের মুক্ত করে জসদস্যুরা৷