দিল্লি, ১৫ ডিসেম্বর: ১৬ বছরের কম বয়সীরা এবার থেকে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করতে পারবে না। ব্রিটেনে (UK) এমন নিয়ম কার্যকর করতে চলেছেন ঋষি সুনক (Rishi Sunak)। রিপোর্টে প্রকাশ, ১৬ বছরের কম বয়সীরা যাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না পারে, তার জন্য আলোচনা শুরু করেছে সুনক সরকার। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। মন্ত্রিসভায় ইতিমধ্যেই এই আলোচনা কার্যকর করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তবে মন্ত্রিসভার আলোচনায় কোন কোন বিষয়ে উঠে আসে, সে বিষয়ে এখনও নিশ্চতভাবে কিছু জানা যায়নি।
ছোটদের সোশ্যাল মিডিয়ার প্রভাব থেকে দূরে সরাতেই এই সিদ্ধান্ত কার্যকর করার কথা ভাবছেন প্রধানমন্ত্রী সুনক। এমনই জানান ব্রিটেনের প্রধানমন্ত্রীর মুখপাত্র ক্যামিলা মারশাল। বয়সের যাচাই না করে, শংসাপত্র জমা না করে, কেউ যাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না পারেন, সে বিষয়ে কড়া পদক্ষেপ করতে পারে ব্রিটেন সরকার। শিশু, কিশোরদের অনলাইনের প্রভাব থেকে রক্ষা করতেই ঋষি সুনক এই ধরনের সিদ্ধান্ত কার্যকর করার পথে এগোচ্ছেন বলে রিপোর্টে প্রকাশ।
জানা যাচ্ছে, সম্প্রতি ব্রিটিশ পড়ুয়াদের বাবা, মা-রা জানান, তাঁদের সন্তানরা কীভাবে উপযুক্ত বয়সের আগেই ফেসবুক-সহ অন্য মেটা অ্যাপের মোহে মোহিত। যার জেরে তাঁদের প্রভূত ক্ষতি হচ্ছে। ব্রিটেনে ১৬ বছরের আগে যাতে কাউকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না দেওয়া হয়, সে বিষয়ে পদক্ষেপ করার পথে এগোচ্ছে ঋষি সুনক সরকার।