স্লোভাকিয়ার (Slovakia) প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে (Robert Fico) গুলি করা হল। সরকারি বৈঠকের পর যখন বাইরে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করছিলেন, সেই সময় রবার্ট ফিকোকে গুলি করা হয় বলে রিপোর্টে প্রকাশ। ঘটনার সঙ্গে সঙ্গে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ফিকো এই মুহূর্তে কেমন আছেন, সে বিষয়ে কোনও খবর প্রকাশ্যে আসেনি।
দেখুন ট্যুইট...
BREAKING: Prime minister of Slovakia Robert Fico has just been shot pic.twitter.com/ww3zCNzM1B
— Insider Paper (@TheInsiderPaper) May 15, 2024
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী যখন মানুষের সঙ্গে দেখা করছিলেন, সেই সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায় বলে জানান সেখানে হাজির সাংবাদিকরা। গুলির শব্দ পেতেই ফিকো যখন আহত হন, সেই সময় সেখান থেকে গাড়ি নিয়ে একজনকে পালাতে দেখা যায় বলে খবর। ওই ব্যক্তিই ফিকোকো গুলি করে বলে প্রাথমিক অনুমান। যদিও স্লোভাকিয়ার পুলিশের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি এখনও পর্যন্ত। তবে বন্দুকধারী সন্দেহে পুলিশ একজনকে পাকড়াও করে। এমন একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে।
দেখুন ভিডিয়ো...
BREAKING: Slovakia PM Robert Fico shot, suspected assassin detained - footage of the moment pic.twitter.com/FeX7fUTGsY
— Insider Paper (@TheInsiderPaper) May 15, 2024
প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর অফিসের তরফেও এ বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।