সিরিয়ায় আমেরিকান ড্রোনের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল একটি রাশিয়ান ফাইটার জেটের বিরুদ্ধে। মঙ্গলবার এমনটাই জানিয়েছে আমেরিকান সেনা।
আমেরিকান সেনার ইউএস সেন্ট্রাল এয়ারফোর্সের প্রধান জেনারেল অ্যালেক্স গ্রায়ানকেউইচ জানিয়েছেন যে, রাশিয়ার ফাইটার জেটটি আমেরিকার এমকিউ ৯ ড্রোনের একদম কাছাকাছি এসে পড়ে। এবং আগুনের ফুলঝারি ছুটতে শুরু করে। এর ফলে এমকিউ ৯ এর প্রপেলর সিস্টেম আঘাতপ্রাপ্ত হয়।
তিনি আরও জানান যে, বিমান ওড়ানোর ক্ষেত্রে রাশিয়ান বিমানচালকদের যে ব্যবহার তা আমাদের আইসিস মিশনে বাধার সৃষ্টি করছে। সিরিয়া রাশিয়ান সেনাদের ডেকে পাঠিয়ে এই ধরনের অদক্ষ কাজের ব্যাপারে তাদের অবহিত করা হবে বলে জানান তিনি।
এরপাশাপাশি বেশ কিছুদিন আগে একই ধরনের ঘটনা ঘটেছিল ব্ল্যাক সি তে । যেখানে একটি রাশিয়ান এস ইউ ২৭ যুদ্ধজাহাজ একইভাবে একটি আমেরিকান ড্রোনের প্রপেলার নষ্ট করে দিয়েছিল। যার ফলে এটি জলের মধ্যেই নেমে পড়ে।
সিরিয়ায় থাকা রাশিয়ান সেনারা যাতে বিমান ওড়ানোর ক্ষেত্রে দক্ষতা দেখায় এবং অপ্রত্যাশিত ব্যবহার না করেন যাতে বিমানে থাকা সেনার প্রাণহানি হয় সেবিষয়টি লক্ষ্য রাখার জন্য বলেন তিনি।
Russian fighter jets damage US drone over Syria
Read @ANI Story | https://t.co/INTFAlMc2p#Russia #US #USDrone #RussianFighterJet pic.twitter.com/NuUe8GqXjf
— ANI Digital (@ani_digital) July 26, 2023