TikTok influencer Esmeralda Ferrer Gariba (Photo Credit: X)

TikTok Influencer Death: এবার রহস্যজনকভাবে মৃত্যু হল আরও এক ইনফ্লুয়েন্সারের (TikTok influencer)। এসমেরালদা ফেরার গ্যারিবে নামে বছর ৩২-এর এক তরুণী টিকটক ইনফ্লুয়েন্সারের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। শুধু টিকটক ইনফ্লুয়েন্সারের মৃত্যুই নয়, তাঁর সঙ্গে শেষ করে দেওয়া হয়েছে গোটা পরিবারকে।

জানা যাচ্ছে, এসমেরালদা ফেরার গ্যারিবে (Esmeralda Ferrer Garibay) নামের ওই টিকটক ইনফ্লুয়েন্সারের সঙ্গে তাঁর স্বামী এবং দুই সন্তানকেও হত্যা করা হয়েছে। খুনের পর গ্যারিবে এবং তাঁর স্বামী, সন্তানদের দেহ প্লাস্টিকে মুড়ে ট্রাকে তুলে দেওয়া হয়। কী কারণে গ্যারিবে এবং তাঁর গোটা পরিবারকে নির্মমভাবে হত্যা করা হল, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে যেভাবে গ্যারিবেদের খুন করে তাঁদের দেহ প্লাস্টিকে মুড়ে ট্রাকে তুলে দেওয়া হয়েছে, তার পিছনে কোনও বড়সড় রহস্য থাকতে পারে বলে অনুমান পুলিশের।

একটি জিনিসপত্র ঠিক করার দোকানের চারপাশে মৃতদেহ নিয়ে ঘুরছিল ট্রাকটি। যা থেকে সন্দেহ দানা বাধতে শুরু করায়, পুলিশ সেখানকার ২ কর্মীকে আটক করেছে। আপাতত তাদের জিজ্ঞাসাবাদের পালা শুরু হয়েছে বলে খবর।

জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সারের মৃত্যুর খবরে ছড়ায় চাঞ্চল্য...

 

 

View this post on Instagram

 

কলম্বিয়ার স্য়ান অ্যানড্রেস থেকে ওই জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সারের দেহ উদ্ধার হতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য।

প্রসঙ্গত এই প্রথম নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাঝে মধ্যেই রহস্যজনক মৃত্যুর খবর মেলে। যার মধ্যে অন্যতম পাকিস্তান। ওই দেশে যে কোনও সময় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মৃত্যুর খবর মেলা আশ্চর্যজনক বলে কিছু নয়।