Indian-Origin Man's Face Racist Attack (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৩১ জুলাই: অস্ট্রেলিয়ার (Australia) পর আয়ারল্যান্ড (Ireland)। ফের বর্ণ বিদ্বেষের (Racist Attack) শিকার ভারতীয় (Indian)। এবার আয়ারল্যান্ডের ডাবলিনে ধরে পেটানো হল এক ভারতীয় বংশোদ্ভুদ শিল্পদ্যোগীকে। মেরে তাঁর নাক, মুখ দিয়ে রক্ত বের করে দেওয়া হল। ডক্টর সন্তোষ যাদব নামে ওই ভারতীয় বংশোদ্ভুদকে ডাবলিনের রাস্তায় মারধর করা হলে, তিনি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কেন তাঁকে এভাবে মারধর করা হল, তা নিয়ে প্রশ্নও তোলেন সন্তোষ যাদব (Indian Origin Man's Face Racist Attack) নামে ওই ব্যক্তি।

সন্তোষ যাদব নামে ওই ব্যক্তি আরও বলেন, তাঁর উপর এই মারধর, অত্যাচারের ঘটনা নতুন নয়। ইউরোপের দেশগুলিতে ভারতীয়দের উপর হামলা, অত্যাচারের ঘটনা যে জলভাত হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: Indian Student Beaten In Australia: 'F***', গায়ের রং নিয়ে গালিগালাজ, অস্ট্রেলিয়ায় মাটিতে ফেলে পেটানো হল ভারতীয়কে, ভাঙা হল অঙ্গ প্রত্যঙ্গ, দেখুন নির্মম ভিডিয়ো

সন্তোষ যাদব নামে ওই ব্যক্তি নিজের লিঙ্কডিন প্রোফাইলের মাধ্যমে ভয়াবহ ঘটনার কথা তুলে ধরেন। তিনি জানান, রাতের খাবারের পর অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে তিনি রাস্তায় হাঁটাহাটি করছিলেন। ওই সময় বেশ কয়েকজন কিশোর পিছন থেকে এসে, তাঁর উপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তাঁর নাক, কান, গলা, চোখ জুড়ে একের পর এক কিল, চড়, ঘুঁষি মারা হয়। তাঁর প্রায় দম বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু তিনি কিছু করার মত অবস্থায় তখন ছিলেন না। ফলে মারধররের পর রাস্তার উপর তাঁকে ছেড়ে দিয়ে ওই কিশোররা সেখান থেকে পালিয়ে যায় বলে জানান সন্তোষ যাদব।

দেখুন কীভাবে মারধর করা হয় ভারতীয় বংশোদ্ভুদ সন্তোষ যাদবকে...

 

ওই অবস্থায় তিনি কোনওক্রমে পরিচিত একজন ফোন করেন। যিনি তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখান ভর্তি হাওয়ার পর চিকিৎসকরা জানান, সন্তোষ যাদবের থুতনির হাড় ভেঙে গিয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান সন্তোষ যাদব।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় বর্ণ বিদ্বেষের শিকার হন এক ভারতীয়। অস্ট্রেলিয়ার পুলিশ রাস্তার উপর দাঁড় করিয়ে ওই ভারতীয় বংশোদ্ভুদকে মারধর করে খবর মেলে। যা নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়ে যায়।