দিল্লি, ২৩ জুলাই: ফের বর্ণ বিদ্বেষ অস্ট্রেলিয়ায় (Australia)। এবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে (Adelaide) মারধর করা হল এক ভারতীয় পড়ুয়াকে। বর্ণ বিদ্বেষের জেরেই ওই ভারতীয় পড়ুয়াকে মারধর করা হয় বলে খবর। এমনভাবে ওই ভারতীয়কে মারধর করা হয় যে তিনি বর্তমানে ট্রমায় রয়েছেন। তাঁকে কোনওভাবে ট্রমা থেকে বের করে আনা যাচ্ছে না। চরণপ্রীত সিং নামে ওই ভারতীয় পড়ুয়াকে বর্ণ বিদ্বেষের জেরেই অ্যাডিলেডে ফেলে মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, অ্যাডিলেডে ওই ভারতীয় পড়ুয়াকে মারধর শুরুর আগে তাঁকে গালিগালাজ দেওয়া হয়। গালিগালাজ দেওয়ার পরই ওই পড়ুয়াকে চূড়ান্ত মারধর করা হয় বলে খবর।
জানা যায়, চরণপ্রীত সিংকে তাঁর গাড়ির কাছে নিয়ে গিয়ে কাঁচে মাথা ঠুকে দেওয়া হয়। তারপর তাঁর নাক, মুখে ঘুঁষি, লাথি মারতে শুরু করে অভিযুক্তরা। সেই সঙ্গে চলে অকথ্য ভাষায় গালাগালি দেওয়ার পালা।
চরণপ্রীত সিং কিছু বলার চেষ্টা করলেও, তিনি পারেননি। তাঁকে বার বার অস্ট্রেলিয়া থেকে বেরিয়ে যাওয়ার কথা বলা হচ্ছিল মারধরের সময়।
চরণপ্রীত সিংকে অ্যাডিলেডের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত চরণপ্রীতের চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, মারধরের ফলে চরণপ্রীত সিং বর্তমানে ট্রমায় রয়েছেন। তাঁকে প্রথমে ট্রমা থেকে বের করার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। এসবের পাশাপাশি অতিরিক্ত মারধরের জেরে চরণপ্রীত সিংয়ের মুখ, নাক, গলা-সহ মাথার একাধিক জায়গা কেঁটে গিয়েছে। নাকও তাঁর ভেঙে গিয়েছে বলে খবর।
ভারতীয় পড়ুয়াকে কীভাবে পেটানো হল অ্যাডিলেডে দেখুন...
Indian #student Charanpreet Singh brutally #attacked in Adelaide by 5 men shouting #racial slurs. Hospitalised after unprovoked #assault near #Kintore Ave. Police took statements but no charges yet. #TheIndianSun
🔗 https://t.co/BXZQ93X6Vy pic.twitter.com/tO5ExzWNpf
— The Indian Sun (@The_Indian_Sun) July 19, 2025
পুলিশি তদন্ত
অ্যাডিলেডে চরণপ্রীত সিংকে মারধরের ঘটনায় হতবাক পুলিশ। শুরু হয়েছে তদন্ত। চরণপ্রীত সিংকে কেন মারধর করা হল, তার তদন্ত চালাচ্ছে পুলিশ। সেই সঙ্গে অভিযুক্তদের খোঁজও শুরু করা হয়েছে। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে। ওই সিসিটিভি ফুটেজের মাধ্যমে পুলিশ তাদের পরবর্তী তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে।
দক্ষিণ অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, চরণপ্রীত সিংয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। এই ধরনের বর্ণ বিদ্বেষমূলক ঘটনার কোনও জায়গা অস্ট্রেলিয়ায় নেই বলে প্রশাসনের তরফে কড়া নিন্দা করা হয়েছে।
প্রসঙ্গত বর্ণ বিদ্বেষের জেরে মারধরের ঘটনা অস্ট্রেলিয়ায় এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে একাধিকবার বর্ণ বিদ্বেষের জেরে ভারতীয়দের মারধরের ঘটনা অস্ট্রেলিয়া থেকে উঠে এসেছে। এবারও সেইপুরনো ঘটনারই পুনরাবৃত্তি হল অ্যাডিলেডে।