Rat, Representational Image (Photo Credit: File Photo)

দিল্লি, ১৫ মে: মার্কিন মুলুক (US) থেকে এল একটি ভয়াবহ খবর। শিশুদের (Child) উপর নির্মম অত্যাচারের ছবি উঠে এল মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা (South Carolina) থেকে। যেখানে নিজেদের দুই সন্তানকে বিশালাকৃতির ইঁদুরের (Rat) মুখে ছেড়ে দেয় এক দম্পতি। বিশালাকৃতির ওই ইঁদুররা যাতে যমজ সন্তানকে কামড়ে, ক্ষতবিক্ষত করে দিতে পারে, তার জন্য খুদেদের মৃত্যুর মুখে ঠেলে দেয় মা-বাবা। শুনতে অবাক লাগলেও, দক্ষিণ ক্যারোলিনার পুলিশের তরফে এমনই একটি খবর প্রকাশ করা হয়েছে। যেখানে নিজেদের যমজ সন্তানকে ইঁদুরের মুখে ছেড়ে দেয় এক দম্পতি।

রিপোর্টে প্রকাশ, দক্ষিণ ক্যারোলিনার এক বাড়িতে পুলিশ ঢুকলে, সেখানে রান্নাঘরের বেসিনের কাছ থেকে ৬ মাসের এক শিশুকে উদ্ধরা করা হয়। যাকে ইঁদুর কামড়ে রক্তাক্ত করে দেয়। ওই শিশুটির হাত, পা বাধা ছিল। সেই সঙ্গে তার কানে ছিল কামড়ের গভীর ক্ষত। ওই কন্যা সন্তানের ভাইকেও তার বাবা, মা বেধে রাখে। তার পায়েও কামড়ে রক্তাক্ত করে দেয় ইঁদুর।

আরও পড়ুন: Goa Shocker: কুসংস্কারের বলি ৫ বছরের শিশু, জীবনে 'দুঃখের অবসান' ঘটাতে জাদুবিদ্যা দম্পতীর

পুলিশ ওই দুই খুদেকে উদ্ধার করে ততক্ষনাৎ স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য। মা, বাবা কীভাবে দুই খুদেকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে পুলিশের তরফে। সেই সঙ্গে ওই দম্পতির বিরুদ্ধে পুলিশ অবিযোগ দায়ের করেছে ইতিমধ্যেই।