দিল্লি, ১০ জুলাই: মিস গ্র্যান্ড মালয়েশিয়ার (Malaysian Model) বিজয়ী লিশালিনি কানারান অভিযোগ করলেন এক ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে। লিশালিনি কানারান অভিযোগ করেন, আশীর্বাদের নাম করে মালয়েশিয়ায় বসবাসকারী এক ভারতীয় পুরোহিত (Indian Priest) তাঁকে হেনস্থা করেছেন। গত মাসে মালয়েশিয়ার সেপাংয়ের মারিয়াম্মান মন্দিরে ওই ঘটনা ঘটে। এমন খবর প্রকাশ করা হয় সম্প্রতি সাউথ চায়না মর্নিং পোস্টের তরফে। লিশালিনি কানারান নামে ওই ভারতীয় বংশোদ্ভুদ মালয়েশিয়ান (Malaysia) মডেল সোশ্যাল মিডিয়ায় নিজের অভিযোগ প্রকাশ করেন বলে দাবি করা হয় সাউথ চায়না মর্নিং পোস্টের তরফে।
লিশালিনি কানারানের সঙ্গে কী হয়েছিল?
রিপোর্টে প্রকাশ, মালয়েশিয়ার সেপাংয়ের মারিয়াম্মান মন্দিরের এক অস্থায়ী পুরোহিতের হাতে লিশালিনি কানারানকে হেনস্থা হতে হয়। ওই সময় সংশ্লিষ্ট মন্দিরের যে পুরোহিতদের থাকার কথা, তাঁরা সেখানে ছিলেন না। ফলে অস্থায়ী এক পুরোহিতের হাতে লিশালিনি কানারানকে হেনস্থা হতে হয় বলে প্রাথমিক অনুমান বলে খবরে প্রকাশ।
কে লিশালিনি কানারানকে অভিযোগ জানাতে নিষেধ করেন?
এসবের পাশাপাশি মডেল এবং টিভির সঞ্চালিকা হিসেবে পরিচিত লিশালিনি কানারান নামে ওই অভিনেত্রী আরও দাবি করেন, তিনি যখন অভিযোগ জানাতে যান তখন তাঁকে কার্যত নিষেধ করা হয়। তদন্তকারী অফিসার তাঁকে অভিযোগ জানানো থেকে বিরত থাকার কথা বলেন। লিশালিনি কানারান যদি অভিযোগ করেন হেনস্থার, তাহলে তাঁর বদনাম বেশি হবে বলেও তদন্তকারী অফিসার তাঁকে বলেন। এমন দাবি মালয়েশিয়ান মডেলের।
আরও পড়ুন: Actress Shocking Death: ঘর থেকে উদ্ধার অভিনেত্রীর গলন্ত মৃতদেহ, রহস্যের মোড়কে সূত্র খুঁজছে পুলিশ
ভারতীয় বংশোদ্ভুদ মালয়েশিয়ান মডেল কী জানালেন দেখুন...
View this post on Instagram
যদিও কারও কথাই শোনেননি লিশালিনি কানারান। ফলে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে গোটা ঘটনার কথা তিনি প্রকাশ করেন বলে জানা যায়। এরপরই বিষয়টি সাউথ চায়না মর্নিং পোস্টের চোখে পড়ে এবং তা প্রকাশ্যে আসে বলে জানা যায়।
লিশালিনি কানারানের অভিযোগ আদতে কী?
লিশালিনি কানারান বলেন, গত ২১ জুন তিনি মন্দিরে গিয়েছিলেন। অন্যদিন মায়ের সঙ্গেই তিনি যান। তবে ওই সময় তাঁর মা ভারতে থাকায় তিনি একাই যান সেখানে। তিনি যেদিন মন্দিরে একা যান, সেদিন পুরনো পুরোহিত ছিলেন না। যিনি তাঁকে সব সময় স্নেহ করে সব কিছু বুঝিয়ে দিতেন। পুজো দিতে সাহায্য করতেন। পুরনো পুরোহিতের পরিবর্তে তাঁর সঙ্গে অন্য একজনের দেখা হয়। তিনি বলেন, কানারানেরকে তিনি আশীর্বাদ করবেন। ফলে মডেল যেন ওই পুরোহিতের পিছনে যান বলে নির্দেশ দেওয়া হয়। কানারানও নির্দেশ মত তাঁর পিছনে যেতে শুরু করেন। এরপর পুরোহিতের অফিসে প্রবেশের মুখে এক ধরনের সুগন্ধী জল তাঁর দিকে ছেটানো হয়। ওই জল তাঁর চোখ, মুখে পড়তেই তিনি অস্থির বোধ শুরু করেন। এমনকী চোখও খুলতে পারছিলেন না। হঠাৎ করে ওই পুরোহিত তাঁকে তাঁর সালওয়ার কামিজ খুলতে বলেন। যা শুনতে হাজার কষ্ট সত্ত্বেও তিনি নিষেধ করেন এবং রেগে যান। তাঁর ব্লাউজ় শক্ত করে বাধা বলে তিনি খুলতে পারেবন না বলে পুরোহিতকে জানান। যার উত্তরে পুরোহিত পালটা বলতে শুরু করেন, 'এমন পোশাক পরো কেন যা খোলা যায় না'। এরপর ওই পুরোহিত জোর করে তাঁর শরীরে হাত দিয়ে অন্তর্বাস স্পর্শ করেন। যে ঘটনায় তিতিবিরক্ত কানারান প্রশ্ন করেন, 'এমন কেন করছেন'। যার উত্তরে ওই পুরোহিত পালটা দাবি করেন, তিনি কানারানকে আশীর্বাদ করছেন।
গত ২১ জুনের ঘটনার পর সাহস নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতীয় বংশোদ্ভুদ মালয়েশিয়ান মডেল।